ব্রেকিং:
দেশের উন্নয়ন আগে দরকার: প্রধানমন্ত্রী তিন দিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ ফেনীতে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে নাম ফলক রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত প্রচেষ্টা নিন: জাতিসংঘ অনুমতি না নিয়ে সম্পদ ক্রয়: সরকারি কর্মকর্তাদের তালিকা তৈরি হচ্ছে পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ বাদ দেওয়া দুঃখজনক: মোমেন ৩১ হাজার মালয়েশিয়াপ্রবাসী কর্মীর স্বপ্নভঙ্গ বাংলাদেশ থেকে ৫০টি অ্যাকাউন্ট ও ৯৮টি পেজ সরিয়েছে ফেসবুক ভিসা পেয়েও মালয়েশিয়া যাওয়া অনিশ্চিত ৩১ হাজার কর্মীর এমপি আনার হত্যায় শিলাস্তির যে দায়িত্ব ছিল ভুয়া চাকরি দেখিয়ে ভিসা বিক্রি সাবেক আইজপির বিদেশ যাওয়া নিয়ে যা বললেন ওবায়দুল কাদের সেই তানভীর, শিমুল ও শিলাস্তির ফের ৫ দিনের রিমান্ড ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করবো: স্বাস্থ্যমন্ত্রী সব সন্ত্রাসী কর্মকাণ্ড হয় বিএনপির নেতৃত্বে: হানিফ রোহিঙ্গাদের ফেরত পাঠানো না গেলে অস্থিরতা তৈরি হতে পারে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হচ্ছেন নাঈমুল ইসলাম খান মিয়ানমার থেকে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার: জাতিসংঘ মহাসচিব ভালো কাজের প্রতিযোগিতার মাধ্যমে জনগণ উপকৃত হয়
  • রোববার ০২ জুন ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩১

  • || ২৪ জ্বিলকদ ১৪৪৫

৩০ হাজার অসহায় মানুষের পাশে জাহাঙ্গীর আলম

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৬ মে ২০২০  

করোনা ভাইরাসের কারণে (কোভিড-১৯) সৃষ্ট পরিস্থিতিতে নোয়াখালী-১ সংসদীয় আসন অর্থাৎ চাটখিল ও সোনাইমুড়ি উপজেলার ৩০ হাজার মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী এবং নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম। ব্যক্তিগত ও আজিজা ফাউন্ডেশনের অর্থায়নে তিনি অসহায় মুক্তিযোদ্ধা, ইমাম-মুয়াজ্জিন, কৃষক, দলীয় নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মী, শ্রমিকসহ করোনায় ক্ষতিগ্রস্ত এ ৩০ হাজার মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

জাহাঙ্গীর আলমের পক্ষে সোনাইমুড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুমিনুল ইসলাম বাকের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিজামউদ্দিন সুজন, জেলা যুবলীগের সদস্য আবু ছায়েম, উপজেলা মহিলা লীগের সভানেত্রী লুবনা মরিয়ম সুবর্ণা প্রমুখ।

একই সময় চাটখিল উপজেলায় নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাসুদুর রহমান শিপন, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আহসান হাবীব সমীর, উপজেলা মহিলা লীগের সভানেত্রী শামীমা আক্তার মেরী প্রমুখ।

পাশাপাশি দুই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাঝে করোনাভাইরাস প্রতিরোধী সুরক্ষা সামগ্রী এবং সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। জীবাণুনাশক ছিটানো হয়েছে মসজিদ, মাদরাসা ও মন্দিরে।

ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল ২৫ হাজার পিস সার্জিক্যাল মাস্ক, ১৫০ পিস পিপিই, ৫০ পিস পিপি গাউন, ১২ হাজার পিস হ্যান্ড স্যানিটাইজার (হেক্সিসল), আট হাজার পিস হ্যান্ড গ্লাভস। খাবার সামগ্রীর প্যাকেটে ছিল উল্লেখযোগ্য পরিমাণ চাল, আলু, মসুর ডাল, সয়াবিন তেল ও সাবান।

জানা গেছে, করোনা সংকটের শুরু থেকে ধাপে ধাপে সহায়তা কার্যক্রম চালিয়ে আসছেন জাহাঙ্গীর আলম। তার এই প্রয়াস সাহস জুগিয়েছে প্রান্তিক মানুষকে। এই দুঃসময়ের মধ্যে ঈদুল ফিতর এলে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে দেয়ার চ্যালেঞ্জ নেন জাহাঙ্গীর আলম। ঈদকে সামনে রেখে দুই উপজেলার বেকার ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেন তিনি। তাছাড়া রাজনৈতিক নেতাকর্মী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধির কাছে পৌঁছে যায় তার ঈদ উপহার। দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৫০০০ শিশুর মাঝেও খাবার বিতরণ করা হয়। জাহাঙ্গীর আলমের পক্ষে এসব শিশুখাদ্য বিতরণ করেন জেলা পরিষদের সদস্য মাসুদুর রহমান শিপন।এ বিষয়ে আলহাজ জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা নিজ নিজ সংসদীয় এলাকায় করোনা মোকাবিলায় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। যতদিন দেশে করোনার প্রভাব থাকবে ততদিন এ সাহায্য অব্যাহত থাকবে।