ব্রেকিং:
সম্পূর্ণ পুড়ে গেছে রাইসির হেলিকপ্টার, কোনো আরোহী বেঁচে নেই রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের ছবি-ভিডিও প্রকাশ্যে আজ থেকে ৬৫ দিন সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণ নিষিদ্ধ নোয়াখালীতে শতকোটি টাকার জমি উদ্ধারের পর প্রকৌশলী বদলি লক্ষ্মীপুরে বিজয়ের ব্যাপারে আশাবাদি অধ্যক্ষ মামুনুর রশীদ কাঁচা মরিচের কেজি ছাড়াল ২০০ টাকা এক জালে মিলল ৫৫০০ পিস ইলিশ, ১৭ লাখে বিক্রি ছোট ভাইকে ‘কুলাঙ্গার’ বললেন মির্জা কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ফেনীতে কিশোর গ্যাং পিএনএফের প্রধানসহ গ্রেফতার ৫ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সৌদি পৌঁছেছেন ১৭ হাজার ১৪১ হজযাত্রী সুবর্ণচরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ বিশ্ব মা দিবস জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায় কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার
  • সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

চান্দিনায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১১ মে ২০২২  

কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগ নেতা মো. ইমাম হোসেন ফরিদ (৫০)কে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরাওই হামলার ঘটনায় অভিযোগের তীর উঠে ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান এর দিকে। মঙ্গলবার (১০মে) বেলা ১২টায় চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের পানিপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

আহত ইমাম হোসেন ফরিদ ওই গ্রামের মৃত হুমায়ূন প্রধান এর ছেলে। তিনি মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি। এছাড়াও তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। আহত ফরিদ বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।

সাবেক ছাত্রলীগ নেতা আহত ইমাম হোসেন ফরিদ এর ছোট ভাই ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল হালিম অভিযোগ করে বলেন, গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী সেলিম প্রধান চেয়ারম্যানের পক্ষে কাজ না করে আমার ভাইসহ আমরা নৌকার প্রার্থী জামাল উদ্দিন এর পক্ষে কাজ করি। তাতেই আমাদের সাথে বিরোধ সেলিম চেয়ারম্যানের।

মঙ্গলবার বেলা ১২টার দিকে আমার ভাই রামমোহন বাংলা বাজারের দোকান থেকে বাড়ি ফেরার পথে সেলিম চেয়ারম্যানের চাচাতো ভাই জালাল, ভাতিজা ফাহিম এর নেতৃত্বে সজল, আজগরসহ ৮-১০জন সন্ত্রাসী আমার ভাইয়ের উপর হামলা চালায়। তারা আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী কুপিয়ে আহত করে এবং মটোরসাইকেল ভাংচুরসহ নগদ টাকা লুটে নেয়। আশংকাজনক অবস্থায় আমরা তাকে উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই।

মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী জামাল উদ্দিন বলেন, ‘যারা গত ইউপি নির্বাচনে বিদ্রোহী সেলিম চেয়ারম্যানের পক্ষে কাজ করেনি নির্বাচিত হওয়ার পর থেকে তিনি তালিকা করে নৌকার পক্ষে কাজ করা দলীয় লোকদের উপর হামলা চালাচ্ছে। মূলত আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্যই ওই হামলা। হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

অভিযোগের বিষয়ে মাইজখার ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান বলেন, ‘এ ঘটনার সাথে আমার ভাতিজা বা আমার লোকজন কেউ জড়িত না। ফরিদ এলডিপি করে, শুনেছি গতকাল (সোমবার) রেদোয়ান আহমেদ এর ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কাথা কাটাকাটির এক পর্যায়ে ওই ঘটনা ঘটে’। ফরিদ এলডিপি করে কিভাবে? তিনি তো আওয়ামী লীগের পদধারী নেতা! এমন প্রশ্নে তিনি বলেন, ‘২০০৮ সালে এলডিপি করেছিল’।

এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, হামলার বিষয়টি শুনেছি। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।