ব্রেকিং:
নোয়াখালীতে শতকোটি টাকার জমি উদ্ধারের পর প্রকৌশলী বদলি লক্ষ্মীপুরে বিজয়ের ব্যাপারে আশাবাদি অধ্যক্ষ মামুনুর রশীদ কাঁচা মরিচের কেজি ছাড়াল ২০০ টাকা এক জালে মিলল ৫৫০০ পিস ইলিশ, ১৭ লাখে বিক্রি ছোট ভাইকে ‘কুলাঙ্গার’ বললেন মির্জা কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ফেনীতে কিশোর গ্যাং পিএনএফের প্রধানসহ গ্রেফতার ৫ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সৌদি পৌঁছেছেন ১৭ হাজার ১৪১ হজযাত্রী সুবর্ণচরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ বিশ্ব মা দিবস জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায় কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার নিজ এলাকায় পরবাসী হলেন ওবায়দুল কাদের দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঢাকায় মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত কে এই ডেভিড মিল
  • সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

পুকুরে হীরার খনির ঝলকানি, দেখতে মানুষের ঢল!

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৯ জুলাই ২০১৯  

ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর এলাকায় একটি বাড়ির পুকু‌রে দেখা যাচ্ছে আলোর ঝলকানি। যা রহস্যময় বলে মনে করছেন স্থানীয়রা। তবে কিভাবে পুকুরে আলো জ্বলছে এ নিয়ে জেলাব্যাপী তোলপাড়। কেউ বল‌ছে হীরার খ‌নি, কেউ বল‌ছে নাগ-নাগিনীর মাথার ম‌ণি। আবার কেউ বল‌ছে হাজার বছর পু‌রোনো কোনো রাজপ্রসাদ জে‌গে উঠে‌ছে, তার এক‌টি বা‌তি জ্বল‌ছে।

বৃস্প‌তিবার রাত ১২টার পর থেকে ওই পুকুরের চার‌দি‌কে র‌য়ে‌ছে পু‌লিশ পাহারা। এদিকে এমন রহস্যময় ঘটনার কথা শুনে হাজার হাজার মানুষ ছুট‌ছে সে দৃশ্য দেখার জন্য। ঘটনা‌টি ভোলার চরফ্যাশন উপ‌জেলার এওয়াজপুর ইউ‌নিয়‌নের ৭ নম্বর ওয়া‌র্ডের গ‌নি মিয়ার সেন্টার এলাকার হা‌তেম আলী হাওলাদার বা‌ড়ির পুকু‌রে।

বা‌ড়ির মালিক মো. আল-আমিন বলেন, গত বুধবার (১৭ জুলাই) সন্ধ্যার দি‌কে বা‌ড়ির গৃহবধূরা পুকু‌রে হাতমুখ ধু‌তে গে‌লে পুকু‌রের মাঝখা‌নে এক‌টি গোলাকার আলো দেখ‌তে পায়। রা‌তে তা‌দের স্বামী বা‌ড়ি ফির‌লে ঘটনা‌টি খু‌লে বল‌লে তারা বিষ‌য়‌টি গুরুত্ব দেয়নি।‌ বৃহস্প‌তিবার সন্ধ্যার পর আলো আ‌রও বে‌ড়ে যায় এবং পুকু‌রের কিনা‌রায় চ‌লে আসে। তখন সবার চো‌খে প‌ড়ে যায়। আলোর ব্যস হ‌বে আনুমা‌নিক ১/২ ফি‌টের ম‌তো।‌

স্থানীয় বাসিন্দা আনিস হাওলাদার বলেন, আমার স্ত্রী গত মঙ্গলবার রা‌তে পুকু‌রে মাছ ধু‌তে গে‌লে সে আলো দে‌খে আমা‌কে ব‌লে। কিন্তু আমি গুরুত্ব দেইনি। প‌রের দিন বুধবার সন্ধ্যায় বা‌ড়ির অন্য গৃহবধূরাও আলো দে‌খে আমা‌দের বল‌লে আমরা ভে‌বেছিলাম কেউ লেজার লাইট জ্বালা‌চ্ছে। কিন্তু বৃহস্প‌তিবার সন্ধ্যায় যখন আমরা পুকু‌রের কিনা‌রে দেখলাম তখন বিশ্বাস করলাম।‌

তি‌নি ব‌লেন, এটা আস‌লে কীসের আলো আমরা বু‌ঝে উঠ‌তে পার‌ছি না। আলো দে‌খে অনেক লোকজন অনেক কথা ব‌লে। কেউ ব‌লে হীরার খ‌নি, কেউ ব‌লে সা‌পের মাথার ম‌ণি, কেউ ব‌লে পু‌রোনো কোনো রাজমহল, আবার কেউ সাত রাজার ধন।

স্থানীয় উৎসুক জনতা মো. সি‌ব্বির বলেন, আমরা খবর পে‌য়ে সেখা‌নে গি‌য়েছি। আমার মতো হাজার হাজার লোকজন আস‌ছে। এদের ম‌ধ্যে বৃহস্প‌তিবার রাত সা‌ড়ে ১০টার দি‌কে দেখ‌তে আসা ক‌য়েকজন লোক পুকু‌রে নামে। তখন তারা হঠাৎ ত‌লি‌য়ে যা‌চ্ছিল ওই সময় উপ‌স্থিত জনতা তা‌দের বাঁশ দি‌য়ে উদ্ধার ক‌রে। তখন ওই বা‌ড়ির লোকজন দে‌খে অবাক হ‌য়ে ব‌লে গত ক‌য়েক‌দিন আগে এখা‌নে হাঁটু সমান পা‌নি ছিল। হঠাৎ এত গভীর হ‌লো কে‌ন তারাও জা‌নে না।

তি‌নি আ‌রো বলেন, পুকু‌রে নামা দুইজন ব‌লেন সেখা‌নে কোনো একটা ঘরের ম‌তো র‌য়ে‌ছে। ঘ‌রের উপ‌রে মিনা‌রে মতো তারা অনুমান ক‌রে‌ছেন। এছাড়াও তারা আ‌রও ব‌লেন, অনেক গভীর কোনো সুরঙ্গের মতো তারা অনুমান কর‌ছেন।

এওয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুব আলম খোকন বলেন, খবর পেয়ে আমি গি‌য়ে রহস্যময় আলো দেখ‌তে পাই। অনেকে বাঁশ দি‌য়ে ওই স্থা‌নে দেখার চেষ্টা কর‌লে কোথাও বাঁশের সঙ্গে শক্ত কিছু আট‌কে পড়ছে। আবার কোথাও অনেক গভীর।

এদিকে রহস্যময় আলোর বিষ‌য়ে ভ‌য়ে র‌য়ে‌ছেন ওই বা‌ড়ির লোকজন। তারা বল‌ছেন, এটা য‌দি সাত রাজার ধন-সম্পদ না হয়, তাহ‌লে ভূ‌তের কাজ হ‌তে পা‌রে। এ জন্য আতংকে র‌য়ে‌ছেন। দ্রুত এর তদন্ত ক‌রে রহস্যময় ঘটনা অবসানের জন্য সরকা‌রের সহ‌যোগিতা কামনা করেছেন তারা।

এ বিষয়ে ভোলার এসপি সরকার মোহাম্মদ কায়সার বলেন, বৃহস্প‌তিবার রাত সাড়ে ১১টার দি‌কে এ বিষয়‌টি শু‌নতে পাই। পরে পু‌লিশ পা‌ঠিয়ে খোঁজ-খবর নেই। রাত সাড়ে ১২টার দিকে বিষয়‌টি জানতে পা‌রি এক‌টি রহস্যময় আলো জ্বলছে। সেখানে অনেক মানুষ রয়েছে। ঘটনা ঠিক কী আমরা বুঝে উঠ‌তে পার‌ছি না।‌

চরফ্যাশনের ইউএনও মো. রুহুল আমিন বলেন, আমাকে কেউ এ বিষয়ে বলে‌নি। এটা হয়তো কোনো হাজার বছরের পু‌রোনো কিছু অথবা কোনো গ্যাস জাতীয় কিছু হবে। আমি সেখানে পরিদর্শনে যা‌ব।‌