ব্রেকিং:
নোয়াখালীতে শতকোটি টাকার জমি উদ্ধারের পর প্রকৌশলী বদলি লক্ষ্মীপুরে বিজয়ের ব্যাপারে আশাবাদি অধ্যক্ষ মামুনুর রশীদ কাঁচা মরিচের কেজি ছাড়াল ২০০ টাকা এক জালে মিলল ৫৫০০ পিস ইলিশ, ১৭ লাখে বিক্রি ছোট ভাইকে ‘কুলাঙ্গার’ বললেন মির্জা কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ফেনীতে কিশোর গ্যাং পিএনএফের প্রধানসহ গ্রেফতার ৫ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সৌদি পৌঁছেছেন ১৭ হাজার ১৪১ হজযাত্রী সুবর্ণচরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ বিশ্ব মা দিবস জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায় কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার নিজ এলাকায় পরবাসী হলেন ওবায়দুল কাদের দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঢাকায় মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত কে এই ডেভিড মিল
  • রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

নেপালকে হারালেই সাফের ফাইনাল খেলবে বাংলাদেশ

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১  

চলমান সাফ চ্যাম্পিয়নশিপের বর্তমান পয়েন্ট টেবিলে চার নম্বরে বাংলাদেশ। পাঁচ দলের এই প্রতিযোগিতায় বাকি আছে আর এক ম্যাচ। ফাইনাল খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল। তবে ফুটবলপ্রেমীদের হতাশ হওয়ার কিছু নেই। এখনো বাংলাদেশের সামনে এই প্রতিযোগিতার ফাইনালে খেলার সম্ভাবনা বেশ ভালোভাবেই আছে।

এ মুহূর্তে সমান ৬ করে পয়েন্ট নিয়ে শীর্ষে নেপাল, দুইয়ে মালদ্বীপ। এই দুই দলের গোল ব্যবধানও সমান (+২)। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সাফের রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন ভারত। ইগর স্টিমাচের শিষ্যদের গোল পার্থক্য (+১)। ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা বাংলাদেশের গোল পার্থক্য (-১)।

শেষ রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। আরেক ম্যাচে মালদ্বীপের বিপক্ষে খেলবে ভারত। পয়েন্ট টেবিলের যে অবস্থা, তাতে নিজেদের শেষ ম্যাচে নেপালকে ন্যুনতম ব্যবধানে হারালেই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের ফাইনাল।

পাঁচ দলের মধ্যে কেবল শ্রীলংকারই বিদায় ঘণ্টা বেজে গেছে। বাকি চার দলেরই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ আছে। দুটি করে জয় পাওয়া মালদ্বীপ ও নেপাল আছে সুবিধাজনক স্থানে। শুধু ড্র করলেই ফাইনালে উঠে যাবে এই দুই দল। তবে হারলে নিতে হবে বিদায়, অন্য ম্যাচে ফল যাই হোক।  

৫ পয়েন্ট নিয়ে তিনে থাকা ভারত ও ৪ পয়েন্ট নিয়ে চারে থাকা বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই। নেপালের বিপক্ষে ড্র করলে বাংলাদেশের পয়েন্ট হবে ৫। এই পয়েন্ট নিয়ে সর্বোচ্চ তৃতীয় হতে পারবে জামাল ভূঁইয়ার দল।

মালদ্বীপ ও ভারতের ম্যাচে ড্র হলে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট হবে ৭, টুর্নামেন্টের সফলতম দল ভারতের পয়েন্ট হবে ৬। এই পয়েন্ট নিয়ে তাদের সেরা দুইয়ে থাকার সুযোগ নেই।

ফলে নেপালের বিপক্ষে ম্যাচে যে করেই হোক জয় পেলেই চলবে বাংলাদেশের। ফাইনালের ভাগ্য নিজেদের হাতে নিয়ে অস্কার ব্রুজনের শিষ্যরা কতদূর এগোতে পারেন, সেদিকেই এখন দেশের কোটি ফুটবলভক্তের চোখ।