ব্রেকিং:
নোয়াখালীতে শতকোটি টাকার জমি উদ্ধারের পর প্রকৌশলী বদলি লক্ষ্মীপুরে বিজয়ের ব্যাপারে আশাবাদি অধ্যক্ষ মামুনুর রশীদ কাঁচা মরিচের কেজি ছাড়াল ২০০ টাকা এক জালে মিলল ৫৫০০ পিস ইলিশ, ১৭ লাখে বিক্রি ছোট ভাইকে ‘কুলাঙ্গার’ বললেন মির্জা কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ফেনীতে কিশোর গ্যাং পিএনএফের প্রধানসহ গ্রেফতার ৫ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সৌদি পৌঁছেছেন ১৭ হাজার ১৪১ হজযাত্রী সুবর্ণচরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ বিশ্ব মা দিবস জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায় কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার নিজ এলাকায় পরবাসী হলেন ওবায়দুল কাদের দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঢাকায় মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত কে এই ডেভিড মিল
  • সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের সফলতা

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯  

নোয়াখালীতে গ্রাম আদালতে সুফল মিলছে। ছোট ছোট দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তিতে মামলার জট কমছে উচ্চ আদালতে। এতে গ্রাম আদালতে বাড়ছে বিচারপ্রার্থীদের ভরসা।সদর উপজেলার ১৩টি ইউপির ২০১৯ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আগের মামলার জেরাসহ বিচারপ্রার্থীদের পাঁচ হাজার ৩২৪টি ছোট ছোট দেওয়ানি ও ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে গত ছয় মাসে ৭০১টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

নোয়াখালী ইউপি, পূর্ব চরমটুয়া ইউপি ও ধর্মপুর ইউপিতে ঘুরে দেখা যায়, গ্রাম আদালতে উপস্থিত বাদী ও বিবাদী উভয়ের মধ্যে বিরোধ আলাপ-আলোচনার মাধ্যমে আপসের চেষ্টা করছেন চেয়ারম্যান-সচিবসহ গঠিত আদালতের সদস্যরা। একাধিক মামলায় প্রথমে আপস না হওয়ায় বিচারিক প্রক্রিয়া শুরু করে তা নিষ্পত্তি করা হয়।

গ্রাম আদালতে উপস্থিত বিচারপ্রার্থীরা বলেন, এখানকার চেয়ারম্যান ও সচিবরা আন্তরিক হওয়ায় অভিযোগ মামলা আকারে নেয়ার আগেই অনেক বিরোধ সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করে দেন। এতে গ্রাম আদালত ও জনপ্রতিনিধিদের প্রতি তাদের আস্থা বাড়ছে।

ধর্মপুর ইউপির সচিব মো. সহিদুল ইসলাম বলেন, ছোট ছোট বিরোধগুলো প্রতি সপ্তাহে নিষ্পত্তির কারণে বিচারপ্রার্থীরা গ্রাম আদালতের প্রতি আস্থাশীল হচ্ছে। এখানে দ্রুত মামলা নিষ্পত্তি হওয়ায় সবাই সন্তুষ্ট।

পূর্ব চরমটুয়া ইউপি চেয়ারম্যান মো. নুরুল আলম বলেন, অভিযোগের ১৫ দিনের মধ্যে গ্রাম আদালতের সভা ডেকে বাদী ও বিবাদী উভয় পক্ষের মধ্যে আপসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়। এতে বিরোধ নিষ্পত্তি না হলে বিচারিক প্রক্রিয়া শুরু করে তা নিষ্পত্তি করা হয়। অল্প খরচে ও সহজে মামলা নিষ্পত্তির সুযোগ থাকায় দিন দিন ভরসা বাড়ছে এ আদালতে।


 
নোয়াখালী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আতাউর রহমান নাছের বলেন, ছোট ছোট দেওয়ানি ও ফৌজদারি বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তির জন্য ইউপি পর্যায়ে গ্রাম আদালত চালু করেছে সরকার। উচ্চ আদালতে মামলার জট নিরসন এবং অল্প সময়ে গ্রামীণ জনগোষ্ঠীকে বিচার প্রাপ্তিতে সুবিধা দিতেই এ উদ্যোগ নেয়া হয়।

সদর ইউএনও মো. আরিফুল ইসলাম সরদার বলেন, নিজ নিজ ইউপি চেয়ারম্যান, আবেদনকারী ও প্রতিবাদকারী মনোনীত দুজন করে চারজন প্রতিনিধিসহ পাঁচ সদস্যের সমন্বয়ে গঠিত হয় এ আদালত। এ উপজেলায় গ্রাম আদালত নিয়ে কোনো অভিযোগ নেই। গ্রাম আদালতে বিচারপ্রার্থীদের উপস্থিতি সন্তোষজনক।

স্থানীয় সরকার নোয়াখালীর উপ-পরিচালক আবদুর রউফ মণ্ডল জানান, যেকোনো সেবা মানুষের দ্বারে পৌঁছাতে সরকার যেসব যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, গ্রাম আদালত তার একটি। এর মাধ্যমে গ্রামের লোকজন তার এলাকাতেই নিজেদের মধ্যে ছোট ছোট দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির সুযোগ পাচ্ছেন।