ব্রেকিং:
নোয়াখালীতে শতকোটি টাকার জমি উদ্ধারের পর প্রকৌশলী বদলি লক্ষ্মীপুরে বিজয়ের ব্যাপারে আশাবাদি অধ্যক্ষ মামুনুর রশীদ কাঁচা মরিচের কেজি ছাড়াল ২০০ টাকা এক জালে মিলল ৫৫০০ পিস ইলিশ, ১৭ লাখে বিক্রি ছোট ভাইকে ‘কুলাঙ্গার’ বললেন মির্জা কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ফেনীতে কিশোর গ্যাং পিএনএফের প্রধানসহ গ্রেফতার ৫ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সৌদি পৌঁছেছেন ১৭ হাজার ১৪১ হজযাত্রী সুবর্ণচরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ বিশ্ব মা দিবস জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায় কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার নিজ এলাকায় পরবাসী হলেন ওবায়দুল কাদের দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঢাকায় মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত কে এই ডেভিড মিল
  • রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

পাবিপ্রবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২ মার্চ ২০২২  

পাবিপ্রবিতে উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে শিক্ষার্থীরা। 

বুধবার (২ মার্চ) দুপুর ১২টায় বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার হয়ে পুনরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। 

বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলীর কুশপুত্তলিকা দাহ করে। 

বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করা শেষে দিনা খাতুন নামে এক শিক্ষার্থী ভিসির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, পাবিপ্রবির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী এই বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকেই স্বজনপ্রীতি করে নিয়োগ দিয়েছেন। নিয়োগে স্বচ্ছতা ছিলো না। আমরা সেশনজটে ভুগছি, এই সেশনজট কমানোর কোনো উদ্যোগ তিনি গ্রহণ করেননি। আমরা অবিলম্বে উপাচার্যের পদত্যাগ দাবি করছি।

ফজলে রাব্বী নামে আরেক শিক্ষার্থী বলেন, বর্তমান ভিসির গত চার বছরে বিশ্ববিদ্যালয়ে অনেক দুর্নীতি হয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পর্যন্ত ভিসির বিরুদ্ধে তদন্ত কমিটি গ্রহণ করা হয়েছে। আমরা এই ভিসিকে আর চাই না, আমরা চাই ভিসি পদত্যাগ করে পাবিপ্রবিতে একজন স্বচ্ছ ভিসির নিয়োগ হোক।

অয়ন আলমাস নামে আরেক শিক্ষার্থী ভিসির শাস্তি দাবি করে বলেন, বর্তমান ভিসি পাবনা বিজ্ঞান ওপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসে অনেক দুর্নীতি করেছেন। ভিসি এই দুর্নীতির পরে তিনিআর ভিসি হিসেবে থাকার অধিকার রাখেননা। আমরা উনার পদত্যাগ চাই এবং উনি যে দুর্নীতিকরেছেন তার জন্য আমরা সরকারের কাছে শাস্তি দাবি করছি।

এদিকে ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহের ব্যাপারে পাবনা বিজ্ঞান ওপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলীর সাথে ফোনে যোগাযোগকরার চেষ্টা করলে উনাকে ফোনে পাওয়া যায়নি।

উল্লেখ্য আগামী ৬ মার্চ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি অধ্যাপক ড. এম রোস্তম আলীর মেয়াদ শেষ হওয়ার কথা আছে। মেয়াদ শেষ হওয়ার পূর্বেই বিশ্ব বিদ্যালয়ের একদল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী ভিসির পদত্যাগ দাবি করে আসছে।