ব্রেকিং:
সম্পূর্ণ পুড়ে গেছে রাইসির হেলিকপ্টার, কোনো আরোহী বেঁচে নেই রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের ছবি-ভিডিও প্রকাশ্যে আজ থেকে ৬৫ দিন সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণ নিষিদ্ধ নোয়াখালীতে শতকোটি টাকার জমি উদ্ধারের পর প্রকৌশলী বদলি লক্ষ্মীপুরে বিজয়ের ব্যাপারে আশাবাদি অধ্যক্ষ মামুনুর রশীদ কাঁচা মরিচের কেজি ছাড়াল ২০০ টাকা এক জালে মিলল ৫৫০০ পিস ইলিশ, ১৭ লাখে বিক্রি ছোট ভাইকে ‘কুলাঙ্গার’ বললেন মির্জা কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ফেনীতে কিশোর গ্যাং পিএনএফের প্রধানসহ গ্রেফতার ৫ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সৌদি পৌঁছেছেন ১৭ হাজার ১৪১ হজযাত্রী সুবর্ণচরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ বিশ্ব মা দিবস জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায় কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার
  • সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

২১ আগস্ট গ্রেনেড হামলা: এখনও পলাতক ১২ আসামি

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২১ আগস্ট ২০২২  

রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ১২ আসামি এখনও পলাতক। এর মধ্যে ছয়জনের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে রেড নোটিশ জারি হয়েছিল। তবে রাজনৈতিক মামলার কথা বলে দুজন নোটিশ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিতে পেরেছে। 

আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, পলাতকদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

চলতি বছরেই র‌্যাব এই মামলার অন্যতম দুই আসামি হরকাতুল জিহাদের নেতা শফিকুল রহমান ও আব্দুল হাইকে গ্রেফতার করেছে। গত বছর ইকবালকে গ্রেফতার করা হয়। বাকিদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় এখনও যারা পলাতক তারা হলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরী, বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, লে. কর্নেল (অব.) সাইফুল ইসলাম জোয়ার্দার, মেজর জেনারেল (অব.) এ টি এম আমিন আহমদ, হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ হানিফ, জঙ্গিনেতা মাওলানা তাজউদ্দিন, মহিবুল মুত্তাকিন, আনিসুল মোরসালিন, মোহাম্মদ খলিল, মাওলানা লিটন ওরফে দেলোয়ার হোসেন ওরফে জোবায়ের, জাহাঙ্গির আলম বদর ও রাতুল আহমেদ বাবু।

সূত্র জানায়, পলাতক আসামিদের মধ্যে তারেক রহমানের বিরুদ্ধে ২০১৫ সালের ১৩ এপ্রিল ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়। তবে রাজনৈতিক মামলার অজুহাত দেখিয়ে তারেক রহমানের পক্ষে আবেদন করে সেই নোটিশ নামিয়ে ফেলা হয়েছে।

তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে তারেক রহমান লন্ডনে বাস করছেন। ২০১৫ সালের ১২ নভেম্বর শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদের বিরুদ্ধেও ইন্টারপোলে রেড নোটিশ জারি হয়। তিনিও একই অজুহাতে আবেদন করে রেড নোটিশ প্রত্যাহার করিয়েছেন। বর্তমানে কায়কোবাদ কিছুদিন সৌদি আরব ও কিছুদিন আরব আমিরাতে বাস করছেন বলে জানা গেছে।

২০১৫ সালের ১২ নভেম্বর হারিছ চৌধুরীর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি হয়। সম্প্রতি হারিছ চৌধুরী ঢাকার পান্থপথ এলাকার একটি বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় মারা যান বলে একাধিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত না হওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর খাতায় এখনও তিনি পলাতক।

আইন-শৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, পলাতক অন্য আসামিদের মধ্যে লে. কর্নেল (অব.) সাইফুল ইসলাম জোয়ার্দার কানাডায়, মেজর জেনারেল (অব.) এ টি এম আমিন আহমদ যুক্তরাষ্ট্রে, মোহাম্মদ হানিফ ভারত কিংবা দুবাই, জঙ্গিনেতা তাজউদ্দিন দক্ষিণ আফ্রিকায়, মহিবুল মুত্তাকিন ও আনিসুল মোরসালিন ভারতের তিহার জেলে রয়েছেন বলে জানা গেছে। 
বাকিদের মধ্যে মোহাম্মদ খলিল, মাওলানা লিটন ওরফে দেলোয়ার হোসেন ওরফে জোবায়ের, জাহাঙ্গির আলম বদর ও রাতুল আহমেদ বাবুর অবস্থানের বিষয়ে কোনও তথ্য জানা যায়নি।

পুলিশ সদর দফতর সূত্র বলছে, পলাতকদের অনেকেই দেশের বাইরে। কে কোথায় আছেন, সে বিষয়ে কিছু ধারণা থাকলেও সুনির্দিষ্ট তথ্য নেই। তাই তাদের গ্রেফতার বা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করাও সম্ভব হচ্ছে না।

র‌্যাব সূত্র জানায়, আলোচিত এই মামলার পলাতক আসামিদের ধরতে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। চলতি বছরের ১৪ এপ্রিল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মুফতি শফিকুর রহমানকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতার করে র‌্যাব।
২৫ মে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মাওলানা আব্দুল হাইকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, “আমরা ইতোমধ্যে পলাতকদের কয়েকজনকে গ্রেফতার করেছি। বাকিদের অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে। তাদের গ্রেফতারে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।”
 
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে হামলায় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগ নেতা আইভি রহমানসহ ২৪ জন নিহত ও পাঁচ শতাধিক আহত হন।

২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইবুন্যাল-১ এই মামলার রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের ফাঁসির দণ্ড, তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়।