ব্রেকিং:
নোয়াখালীতে শতকোটি টাকার জমি উদ্ধারের পর প্রকৌশলী বদলি লক্ষ্মীপুরে বিজয়ের ব্যাপারে আশাবাদি অধ্যক্ষ মামুনুর রশীদ কাঁচা মরিচের কেজি ছাড়াল ২০০ টাকা এক জালে মিলল ৫৫০০ পিস ইলিশ, ১৭ লাখে বিক্রি ছোট ভাইকে ‘কুলাঙ্গার’ বললেন মির্জা কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ফেনীতে কিশোর গ্যাং পিএনএফের প্রধানসহ গ্রেফতার ৫ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সৌদি পৌঁছেছেন ১৭ হাজার ১৪১ হজযাত্রী সুবর্ণচরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ বিশ্ব মা দিবস জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায় কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার নিজ এলাকায় পরবাসী হলেন ওবায়দুল কাদের দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঢাকায় মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত কে এই ডেভিড মিল
  • সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

জোটের তথ্য দিতে ৩৯ দলকে ইসির চিঠি

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে নির্বাচন করতে চাইলে জোটের মধ্যে থাকা ছোট শরীক দলগুলোকে বড় দলের প্রতীক ব্যবহারের সযোগ দিতে চাইলে রোববারের মধ্যে তা নির্বাচন কমিশনকে জানাতে হবে।  

তফসিল ঘোষণার পর নিবন্ধিত ৩৯ দলের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে বলে ইসির যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান গণমাধ্যমকে জানিয়েছেন। 

শুক্রবার ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এক বিজ্ঞপ্তিতে জানান, একাধিক নিবন্ধিত দল মিলে নির্বাচনী জোট গঠন করা হলে, সেই জোটের যে কোনো একটি দলের প্রতীক জোটভুক্ত দলগুলোর প্রার্থীদের বরাদ্দ করা যাবে। তবে সেজন্য তিন দিনের মধ্যে তা কমিশনে জানাতে হবে।

বৃহস্পতিবার একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত। ২২ নভেম্বর বাছাইয়ের পর ২৯ নভেম্বর পর্যন্ত প্রত্যাহারের সুযোগ থাকবে। এরপর ৩০ নভেম্বর প্রতীক বরাদ্দ হলে শুরু হবে আনুষ্ঠানিক ভোটের প্রচার। ভোট হবে ২৩ ডিসেম্বর। 

শুক্রবার ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান বলেন, বর্তমানে কমিশনে ৩৯টি নিবন্ধিত দল রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) মেনে যৌথভাবে প্রার্থী মনোনয়নের সুযোগ রয়েছে তাদের।

“সেক্ষেত্রে আরপিওর বিধান মেনে অন্য কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে যৌথভাবে মনোনীত প্রার্থীকে প্রতীক বরাদ্দের বিষয়ে নির্বাচন কমিশনে ১১ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে সংশ্লিষ্ট দলকে।”

প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং কর্মকর্তা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন।

নির্বাচন করতে আগ্রহী যারা তফসিলের আগেই প্রচারে নেমেছেন, তাদের পোস্টার, ব্যানারসহ সব ধরনের প্রচার সামগ্রী বুধবারের মধ্যে সরাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

তফসিল ঘোষণার পরদিন শুক্রবার ইসির যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়।

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জাসহ সব প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প ১৪ নভেম্বর রাত ১২টার আগে নিজ উদ্যোগে সরিয়ে ফেলতে হবে।

এছড়া সিটি করপোরেশন, পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানকেও নির্ধারিত সময়ের মধ্যে আগাম প্রচার সামগ্রী অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।