ব্রেকিং:
সম্পূর্ণ পুড়ে গেছে রাইসির হেলিকপ্টার, কোনো আরোহী বেঁচে নেই রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের ছবি-ভিডিও প্রকাশ্যে আজ থেকে ৬৫ দিন সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণ নিষিদ্ধ নোয়াখালীতে শতকোটি টাকার জমি উদ্ধারের পর প্রকৌশলী বদলি লক্ষ্মীপুরে বিজয়ের ব্যাপারে আশাবাদি অধ্যক্ষ মামুনুর রশীদ কাঁচা মরিচের কেজি ছাড়াল ২০০ টাকা এক জালে মিলল ৫৫০০ পিস ইলিশ, ১৭ লাখে বিক্রি ছোট ভাইকে ‘কুলাঙ্গার’ বললেন মির্জা কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ফেনীতে কিশোর গ্যাং পিএনএফের প্রধানসহ গ্রেফতার ৫ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সৌদি পৌঁছেছেন ১৭ হাজার ১৪১ হজযাত্রী সুবর্ণচরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ বিশ্ব মা দিবস জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায় কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার
  • সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

লক্ষীপুরের তরুণ এবার জাতীয় লিগে

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৮ অক্টোবর ২০১৯  

দেশের সবচেয়ে বড় প্রথম শ্রেণীর আসর ওয়ালটন ২১তম জাতীয় ক্রিকেট লিগে খেলবেন লক্ষ্মীপুরের নোমান চৌধুরী (সাগর)। আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর) এবারের আসরটি  শুরু হবে। এবার দুই স্তরে মোট আটটি দল খেলবে। নোমান খেলবেন চট্টগ্রাম বিভাগের হয়ে।

এর আগে লক্ষ্মীপুরের  আরেক ক্রিকেটার হাসান মাহমুদ খেলেছেন জাতীয় ক্রিকেট লিগে। বর্তমানে  সে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হাই পারপমেন্স টিমে রয়েছেন।

এদিকে  সোমবার (৭ অক্টোবর) আট দলের খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা ও সিলেট বিভাগের স্কোয়াডে আছেন ১৫ জন করে ক্রিকেটার, বাকি চার দলে ১৪ জন করে।

খেলোয়াড়দের তালিকা : 

চট্টগ্রাম বিভাগ: তামিম ইকবাল, মুমিনুল হক (অধিনায়ক), সাদিকুর রহমান, পিনাক ঘোষ, ইয়াসির আলী রাব্বী, তাসামুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মাসুম খান টুটুল, মেহেদী হাসান (অনূর্ধ্ব-১৯), নোমান চৌধুরী, মিনহাজুল আবেদিন আফ্রিদি, সাকাওয়াত হোসেন, ইরফান শুক্কুর, নাঈম হাসান।

ঢাকা মেট্রো: সাদমান ইসলাম, রাকিন আহমেদ, শামসুর রহমান, মাহমুদউল্লাহ, মার্শাল আইয়ুব, আল-আমিন, জাবিদ হোসেন, সৈকত আলী, আরাফাত সানী, মোহাম্মদ শহিদুল, আবু হায়দার রনি, মানিক খান, মোহাম্মদ ইলিয়াস, আমিনুল ইসলাম বিপ্লব।

রাজশাহী বিভাগ: জুনায়েদ সিদ্দিক, মিজানুর রহমান, জহুরুল ইসলাম, অভিষেক মিত্র, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোহাইমিনুল খান চৌধুরী, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, শফিকুল ইসলাম, সাকলাইন সজীব, শাখির হোসেন, মোহর শেখ অন্তর।

খুলনা বিভাগ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তুষার ইমরান (ফিটনেস ছাড়পত্রের ওপর নির্ভর করবে), নাহিদুল ইসলাম, রবিউল ইসলাম রবি, অমিত মজুমদার, জিয়াউর রহমান, খান আব্দুর রাজ্জাক, ইমরানুজ্জামান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আল-আমিন হোসেন, হাসানুজ্জামান।

সিলেট বিভাগ: ইমতিয়াজ হোসেন তান্না, জাকির হাসান, জাকির আলী অনিক, অলক কাপালি, শাহনুর রহমান, এনামুল হক জুনিয়র, রাহাতুল ফেরদৌস জাবেদ, আবু জায়েদ চৌধুরি রাহী, ইমরান আলী এনাম, ইবাদত হোসেন, তৌফিক খান তুষার, নাসুম আহমেদ, রুহেল মিয়া, মিজানুর রহমান সায়েম, রেজাউর রহমান রাজা।

ঢাকা বিভাগ: নাদিফ চৌধুরি, শুভাগত হোম, রকিবুল হাসান, রনি তালুকদার, আব্দুল মজিদ, তাইবুর রহমান, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ সাইফ হাসান, কাজী শাহাদাত হোসেন, জয়রাজ শেখ ইমন, সালাউদ্দিন শাকিল, সুমন খান, শাকিল আহমেদ, হৃদয় খান, জুবায়ের হোসেন লিখন।

রংপুর বিভাগ: মেহেদী মারুফ, ফারদিন হাসান অনি, মাহমুদুল হাসান লিমন, নাঈম ইসলাম, নাসির হোসেন, তানবির হায়দার খান, সোহরাওয়ার্দী শুভ, আলাউদ্দিন বাবু, সাজেদুল ইসলাম, শুভাশিস রায়, সঞ্জিত সাহা, রবিউল হক, মাইশুকুর রহমান, হামিদুল ইসলাম হিমেল।

বরিশাল বিভাগ: কামরুল ইসলাম রাব্বী, মোসাদ্দেক সৈকত, শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, সোহাগ গাজী (ফিটনেস ছাড়পত্রের ওপর নির্ভর করবে), ফজলে রাব্বী মাহমুদ, মনির হোসেন খান, সালমান হোসেন ইমন, মোহাম্মদ নুরুজ্জামান, তানভীর ইসলাম, শামসুল ইসলাম অনিক, তৌহিদুল ইসলাম রাসেল (ফিটনেস ছাড়পত্রের ওপর নির্ভর করবে), মইন খান, রাফসান মাহমুদ।

উল্লেখ্য, নোমান চৌধুরী সাগর সদর উপজেলার বাঙ্গাখাঁ গ্রামের আবদুল কাইয়ুমের ছেলে। সে ডান হাতি ফাস্ট বোলার। সাগর খেলাধুলার পাশাপাশি বিকেএসপিতে  পড়ালেখা করছেন। সে ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৮ ন্যাশনাল ক্রিকেট প্রতিযোগিতা ও অনুর্ধ্ব-১৯ ক্রিকেট লিগ প্রতিযোগিতা ২০১৯এ সেরা বোলার হিসাবে নির্বাচিত হয়েছেন। নোমান চৌধুরী সাগর এরআগে লক্ষ্মীপুর জেলা অনুর্ধ্ব-১৪,১৬ ও ১৮ দলের হয়ে খেলেছেন।