ব্রেকিং:
নোয়াখালীতে শতকোটি টাকার জমি উদ্ধারের পর প্রকৌশলী বদলি লক্ষ্মীপুরে বিজয়ের ব্যাপারে আশাবাদি অধ্যক্ষ মামুনুর রশীদ কাঁচা মরিচের কেজি ছাড়াল ২০০ টাকা এক জালে মিলল ৫৫০০ পিস ইলিশ, ১৭ লাখে বিক্রি ছোট ভাইকে ‘কুলাঙ্গার’ বললেন মির্জা কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ফেনীতে কিশোর গ্যাং পিএনএফের প্রধানসহ গ্রেফতার ৫ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সৌদি পৌঁছেছেন ১৭ হাজার ১৪১ হজযাত্রী সুবর্ণচরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ বিশ্ব মা দিবস জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায় কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার নিজ এলাকায় পরবাসী হলেন ওবায়দুল কাদের দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঢাকায় মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত কে এই ডেভিড মিল
  • রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

১৪ মাসে ১৫ কোটি টাকার মাদক উদ্ধার

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১ মার্চ ২০২২  

ব্রাহ্মণবাড়িয়ায় এক বছর দুই মাসে প্রায় ১৫ কোটি টাকার বিভিন্ন ধরনের মাদক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই হাজার ২৬৪ জনকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানায় এক হাজার ৮০৯ টি মামলা দায়ের করা হয়েছে। রবিবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান এই তথ্য জানান।

মাদকবিরোধী অভিযানে সবার সহযোগিতা চেয়ে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ইতোমধ্যে বিট পুলিশের মাধ্যমে মাদক ব্যবসায়ী, মাদক সেবী ও মাদকের গডফাদারদের তালিকা করা হচ্ছে। মাদকের সঙ্গে কোনও আপস নেই। ২০২১ সালে মাদক উদ্ধারে ব্রাহ্মণবাড়িয়া জেলা সারা দেশের মধ্যে দ্বিতীয় হয়েছে। আমি চাই, প্রথম, দ্বিতীয় পুরস্কার নয়, ব্রাহ্মণবাড়িয়ার মাদক নির্মূল অবস্থায় থাকবে। 
 
এসময় তিনি আরও বলেন, সবার সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনও ধরনের ঝামেলা, হানাহানিমুক্ত এই নির্বাচন সারা দেশে মডেল হিসেবে সুখ্যাতি অর্জন করেছে।

তিনি জানান, গত ১৪ মাসে ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ কোটি  ৯৪ লাখ ৪০ হাজার ৬৪০টাকার মাদক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১১ কোটি, ৮৪ লাখ, ৩১ হাজার ৮৩০ টাকা এবং চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৩ কোটি ১০ লাখ আট হাজার ৮১০ টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

উদ্ধার মাদকের মধ্যে রয়েছে ৩৬শ’ কেজি গাঁজা, ৯ হাজার ২৫ বোতল ফেনসিডিল, ৮২ হাজার ৩৭৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ হাজার ২০১ বোতল স্কফ সিরাপ, তিন হাজার ৮৩ ক্যান বিয়ার, দুই হাজার ৫২ বোতল হুইস্কি,  ৫৯১লিটার চোলাই মদ, ৬১ বোতল বিদেশি মদ, ১০০ গ্রাম হেরোইন ও ১০ হাজার ৯৯ বোতল অ্যালকোহল (হোমিও) জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাস) মোল্লা মোহাম্মদ শাহীনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সাবেক সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, মো. আরজু, সাবেক সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমান, সাংবাদিক মফিজুর রহমান লিমন, মো. বাহারুল ইসলাম মোল্লা, নিয়াজ মো. খান বিটু, শিহাব উদ্দিন বিপু, উজ্জ্বল চক্রবর্তী, শাহাদাৎ হোসেন, মাসুক হৃদয়, আল-মামুন, মনিরুজ্জামান পলাশ প্রমুখ।

মতবিনিময় সভায় জেলার ৯টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।