ব্রেকিং:
লক্ষ্মীপুরে বিজয়ের ব্যাপারে আশাবাদি অধ্যক্ষ মামুনুর রশীদ কাঁচা মরিচের কেজি ছাড়াল ২০০ টাকা এক জালে মিলল ৫৫০০ পিস ইলিশ, ১৭ লাখে বিক্রি ছোট ভাইকে ‘কুলাঙ্গার’ বললেন মির্জা কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ফেনীতে কিশোর গ্যাং পিএনএফের প্রধানসহ গ্রেফতার ৫ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সৌদি পৌঁছেছেন ১৭ হাজার ১৪১ হজযাত্রী সুবর্ণচরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ বিশ্ব মা দিবস জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায় কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার নিজ এলাকায় পরবাসী হলেন ওবায়দুল কাদের দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঢাকায় মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত কে এই ডেভিড মিল ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
  • রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

শহীদ মিনারে জুতা পায়ে হিন্দি গান, দাগনভূঞায় সমালোচনার ঝড়

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২  

ফেনীর দাগনভূঞায় করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান উপলক্ষে সরকার ঘোষিত আনন্দ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাষার মাসে শহীদ মিনারে জুতা পায়ে হিন্দি গান পরিবেশনে ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে। ভাষা শহীদ আবদুস সালামের উপজেলায় শহীদ মিনারের অবমাননার পাশাপাশি সরকারি অনুষ্ঠানে হিন্দি গান পরিবেশনকে ধৃষ্টতা বলে অভিহিত করেছেন সচেতন মহল।
সারা দেশে একযোগে লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রথম ডোজের একদিনে এক কোটি লোককে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান উপলক্ষে সরকার ঘোষিত আনন্দ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে দাগনভূঞা উপজেলা প্রশাসন। গত শনিবার সন্ধ্যায় উপজেলার আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুল মাঠে অবস্থিত শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, পৌর মেয়র ওমর ফারুক খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে বাংলা গানের পাশাপাশি জুতা পরে অশ্লীল অঙ্গভঙ্গি দেখিয়ে হিন্দি গানে দর্শকদের মাতিয়ে তোলেন একাধিক শিল্পীরা। এক নারী শিল্পী জুতা পায়ে ‘ঝুম বালিকা’সহ একাধিক হিন্দি গান অশ্লীল অঙ্গভঙ্গি দেখিয়ে পরিবেশন করলে গানের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে।  ফেসবুকে সেলিম মাহমুদ নামের এক ব্যক্তি মন্তব্য করেন, ‘ওরা যদি জানতে পারতো ভবিষ্যৎ প্রজন্ম এমন হবে তাহলে তারা ভাষার জন্য প্রাণ দিতো না।’ আহমেদ নিলয় নামের অপর এক ব্যক্তি মন্তব্য করেন, ‘বাংলা-হিন্দি গান সেটা তো বাদই দিলাম, হারামজাদাগুলো নামাজের সময়ও গান বন্ধ করেনি।’ স্থানীয় প্রবীণ গণমাধ্যমকর্মী সিরাজ উদ্দিন দুলাল বলেন, ভাষার মাসে শহীদ মিনারে উঠে হিন্দি গান পরিবেশন করা আমরা এমনটা কোনোভাবেই সমর্থন করি না। তার ওপর অনেকের পায়ে ছিল জুতা।

যা শহীদদের প্রতি অবমাননাকর ও ধৃষ্টতার শামিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া জানান, আমি যতক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলাম ততক্ষণ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে আমি চলে আসার পরে সম্ভবত কোনো একজন শিল্প হিন্দি গান শুরু করেন। বিষয়টি জানতে পেরে অনুষ্ঠানে উপস্থিত থাকা চেয়ারম্যান সাহেব ও পৌর মেয়রকে অবহিত করলে তারা স্টেজ থেকে ওই শিল্পীকে দ্রুত নামিয়ে দেন। পরে আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।