ব্রেকিং:
নোয়াখালীতে শতকোটি টাকার জমি উদ্ধারের পর প্রকৌশলী বদলি লক্ষ্মীপুরে বিজয়ের ব্যাপারে আশাবাদি অধ্যক্ষ মামুনুর রশীদ কাঁচা মরিচের কেজি ছাড়াল ২০০ টাকা এক জালে মিলল ৫৫০০ পিস ইলিশ, ১৭ লাখে বিক্রি ছোট ভাইকে ‘কুলাঙ্গার’ বললেন মির্জা কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ফেনীতে কিশোর গ্যাং পিএনএফের প্রধানসহ গ্রেফতার ৫ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সৌদি পৌঁছেছেন ১৭ হাজার ১৪১ হজযাত্রী সুবর্ণচরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ বিশ্ব মা দিবস জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায় কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার নিজ এলাকায় পরবাসী হলেন ওবায়দুল কাদের দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঢাকায় মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত কে এই ডেভিড মিল
  • রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দেবিদ্বারে তিন কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১  

কুমিল্লার দেবিদ্বারে তিন কিলোমিটার অবৈধভাবে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।  বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা সুলতানপুর ইউনিয়নের নুরমানিকচর ও আতাপুর গ্রামের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালায় কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। অভিযানে নেতৃত্বে দিয়েছেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার  (ভূমি) মোহাম্মদ গিয়াস উদ্দিন। অভিযানে দুই গ্রামের প্রায়দেয়া ৭০টি পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন করা হয়। এসময়  উপস্থিত ছিলেন  বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড উপ মহাব্যবস্থাপক মো. শাহানুর আলম, উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সগির আহমেদ, ব্যবস্থাপক মো. শাহজাহান, মো. বেলায়েত হোসেন, কুমিল্লা কোতয়ালী থানার এএস আই  থৈপ্রু মারমা।
সরেজমিনে গিয়ে জানা গেছে, কুরছাপ গ্রামের আবদুল করিম ও তার ছেলে তানভীর নুরমানিক চর ও আতাপুর গ্রামে প্রায় ৫হাজার অবৈধ গ্যাস সংযোগ দেয়। এতে তারা প্রতি গ্রাহকের কাছ থেকে সংযোগের আগে ২০হাজার ও পরে ৩০ হাজার টাকা করে নেয়। স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাতের আধাঁরে এ সংযোগ দেওয়া হয়েছে।   
 বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড উপ মহাব্যবস্থাপক মো. শাহানুর আলম বলেন, অবৈধভাবে স্থাপিত ২ ইঞ্চি ব্যাসের তিন কিলোমিটার সংযোগস্থলসহ ১২শ’ ফুট পাইপ লাইন অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে ৭০টি বাড়ির আনুমানিক  ২০০ অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন  হয়। যারা অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলছে। অবৈধ গ্যাস সংযোগকারী মোশারফ হোসেন বলেন, কুরছাপ গ্রামের তানভীর বিশেষ ব্যবস্থায়  গ্যাস লাাইনের অনুমোদন এনেছে বলে দুই দফায় আমাদের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছে। আমাদের গ্যাসের বইও দিয়েছে আমরা বিল জমা দিতে গিয়ে দেখি গ্যাস সংযোগ অবৈধ দেয়া হয়েছে। আমরা এ কথা তানভীরকে জানালে সে এসে আমাদের কাছ থেকে বই নিয়ে আর ফেরত দেননি। অপর ভুক্তভোগী আতাপুরের মফিজুল ইসলাম জানায়, চার বছর পূর্বে তানভীর ও তার বাবা আবদুল করিম মোটা অঙ্কের টাকার বিনিময়ে অবৈধ গ্যাস সংযোগ দেয়। যারা গ্রামের সাধারণ মানুষকে গ্যাসের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নুরমানিক চর ও আতাপুর গ্রামের তিন কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যারা অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত অভিযান চলামান থাকবে।