ব্রেকিং:
লক্ষ্মীপুরে বিজয়ের ব্যাপারে আশাবাদি অধ্যক্ষ মামুনুর রশীদ কাঁচা মরিচের কেজি ছাড়াল ২০০ টাকা এক জালে মিলল ৫৫০০ পিস ইলিশ, ১৭ লাখে বিক্রি ছোট ভাইকে ‘কুলাঙ্গার’ বললেন মির্জা কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ফেনীতে কিশোর গ্যাং পিএনএফের প্রধানসহ গ্রেফতার ৫ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সৌদি পৌঁছেছেন ১৭ হাজার ১৪১ হজযাত্রী সুবর্ণচরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ বিশ্ব মা দিবস জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায় কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার নিজ এলাকায় পরবাসী হলেন ওবায়দুল কাদের দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঢাকায় মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত কে এই ডেভিড মিল ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
  • রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ফিল্মি স্টাইলে সেই তরুণীকে অপহরণের কারণ জানাল র‌্যাব

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২১  

ব্রাহ্মণবাড়িয়া শহরে এক স্কুলছাত্রীকে ফিল্মি স্টাইলে প্রাইভেটকারে তুলে অপহরণের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর তোলপাড় শুরু হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় এর মধ্যেই ঘটনার মূল অভিযুক্ত জসিম উদ্দিনকে গ্রেফতার করে র‌্যাব। অপহরণের শিকার স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ।

অপহরণের সঙ্গে জড়িত থাকায় জসিমের বড় ভাই কাউসার মিয়াকে সোমবার গ্রেফতার করা হয়। এ ঘটনায় সোমবার সদর মডেল থানায় একটি অপহরণ মামলা করেন ভুক্তভোগী তরুণীর মা।

ঘটনার বিষয়ে জানাতে মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসি পরীক্ষার্থী এক স্কুলছাত্রীকে ফিল্মি কায়দায় প্রাইভেটকারে তুলে অপহরণের করে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রধান অভিযুক্ত ও মূল পরিকল্পনাকারী জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোরে রাজধানীর বাড্ডা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ৯ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আলোচিত ফিল্মি স্টাইলে এসএসসি পরীক্ষার্থী তরুণীকে অপহরণের ঘটনায় প্রধান আসামি ও মূল পরিকল্পনাকারী জসিম উদ্দিনকে রাজধানীর বাড্ডা থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অপহরণকারীরা ভুক্তভোগী তরুণীকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে একইদিন সন্ধ্যায় সদর উপজেলার সুহিলপুর এলাকায় নামিয়ে দেন। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় জসিম উদ্দিনসহ পাঁচজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী তরুণীর মা।

ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে এ ঘটনার ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। একই সঙ্গে জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।

তিনি আরো জানান, মঙ্গলবার ভোরে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালায় র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-২ এর আভিযানিক দল। পরবর্তীতে মামলার প্রধান আসামি ও মূল পরিকল্পনাকারী জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম জানান, তিনি দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে ছিলেন। ওই তরুণীকে দীর্ঘদিন প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। স্কুলে ও প্রাইভেট পড়তে আসা-যাওয়ার সময় প্রায়ই তাকে উত্ত্যক্ত করতেন। কিন্তু প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় তরুণীকে অপহরণসহ বিভিন্ন ভয়ভীতি দেখান জসিম।

ঘটনার দিন ওই তরুণী স্কুল শেষে বাসায় ফিরছিলেন। পথে জসিম ও তার কয়েকজন সহযোগী (ইরফান ও আশিক) তরুণীকে টেনেহিঁচড়ে প্রাইভেটকারে তুলে নেন। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তাকে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে সন্ধ্যায় এক নিকটাত্মীয়ের বাসায় নিয়ে যান। কিন্তু ঘটনাটি ফেসুবক, গণমাধ্যম ও এলাকায় জানাজানি হলে রাত ৮টার দিকে তরুণীকে নির্জন জায়গায় ছেড়ে দেন জসিম। এরপর গ্রেফতার এড়াতে তিনি রাজধানীর বাড্ডায় এক নিকটাত্মীয়ের বাসায় আত্মগোপন করেন। প্রাইভেটকারটি এক আত্মীয়ের কাছ থেকে ভাড়ায় নিয়েছিলেন তিনি।