ব্রেকিং:
লক্ষ্মীপুরে বিজয়ের ব্যাপারে আশাবাদি অধ্যক্ষ মামুনুর রশীদ কাঁচা মরিচের কেজি ছাড়াল ২০০ টাকা এক জালে মিলল ৫৫০০ পিস ইলিশ, ১৭ লাখে বিক্রি ছোট ভাইকে ‘কুলাঙ্গার’ বললেন মির্জা কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ফেনীতে কিশোর গ্যাং পিএনএফের প্রধানসহ গ্রেফতার ৫ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সৌদি পৌঁছেছেন ১৭ হাজার ১৪১ হজযাত্রী সুবর্ণচরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ বিশ্ব মা দিবস জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায় কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার নিজ এলাকায় পরবাসী হলেন ওবায়দুল কাদের দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঢাকায় মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত কে এই ডেভিড মিল ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
  • রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

যৌতুকের টাকার জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৫ জুন ২০২১  

লক্ষ্মীপুরে যৌতুকের টাকার জন্য এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এর আগে মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর বাঞ্চানগর এলাকায় শ্বশুরবাড়িতে শাহিনুর আক্তার শানুকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনার পর থেকেই তার স্বামী মো. হান্নান ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।

নিহত শাহিনুর আক্তার শানু উত্তর বাঞ্চানগর এলাকার দুলাল মিয়ার মেয়ে।

নিহত শাহিনুরের পরিবার জানায়, ৫ বছর আগে একই এলাকার খোরশেদ আলমের ছেলে অটোরিকশাচালক হান্নানের সঙ্গে শাহিনুরের বিয়ে হয়। সম্প্রতি বিদেশ যাওয়ার জন্য শ্বশুরবাড়ি থেকে হান্নান ও তার পরিবার এক লাখ টাকা যৌতুক দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ঘটনার রাতে শাহিনুর ও হান্নানের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হান্নান তাকে মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টা চালান। এতে শাহিনুর অচেতন হয়ে পড়েন।

পরে মৃত ভেবে শাহিনুরকে ফেলে রেখে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরে ঢুকে আহত অবস্থায় শাহিনুরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহিনুর মারা যায়। 

হাসপাতালে নিহত শাহিনুরের বাবা দুলাল মিয়া ও চাচাতো ভাই জামাল হোসেন বলেন,  হান্নান বিদেশ যাওয়ার জন্য এক লাখ টাকা যৌতুক দাবি করেছে। অসচ্ছলতার কারণে তাকে টাকা দিতে অপারগতা জানানো হয়। এ ঘটনায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছে। হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন তারা। 

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন জানান, শাহিনুরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গলায়ও আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শাহিনুর মারা গেছেন।

এ ব্যাপারে লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল মতিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।