ব্রেকিং:
নোয়াখালীতে শতকোটি টাকার জমি উদ্ধারের পর প্রকৌশলী বদলি লক্ষ্মীপুরে বিজয়ের ব্যাপারে আশাবাদি অধ্যক্ষ মামুনুর রশীদ কাঁচা মরিচের কেজি ছাড়াল ২০০ টাকা এক জালে মিলল ৫৫০০ পিস ইলিশ, ১৭ লাখে বিক্রি ছোট ভাইকে ‘কুলাঙ্গার’ বললেন মির্জা কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ফেনীতে কিশোর গ্যাং পিএনএফের প্রধানসহ গ্রেফতার ৫ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সৌদি পৌঁছেছেন ১৭ হাজার ১৪১ হজযাত্রী সুবর্ণচরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ বিশ্ব মা দিবস জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায় কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার নিজ এলাকায় পরবাসী হলেন ওবায়দুল কাদের দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঢাকায় মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত কে এই ডেভিড মিল
  • রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

জামায়াতকে নিয়ে বিএনপির অবস্থান জানতে চায় যুক্তরাষ্ট্র

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২ মার্চ ২০২২  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা সুযোগ-সুবিধার বিষয় ছাড়াও অযৌক্তিক নানা ইস্যুতে আন্তর্জাতিক মহলে দীর্ঘদিন ধরেই ধরনা দিচ্ছে বিএনপি। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের কাছে বিএনপির নেতারা নানা রকম চিঠি চালাচালি করছেন এবং দূতাবাসগুলোতে নিয়মিত দেখা-সাক্ষাৎও করছেন।

তবে এখন পর্যন্ত বিএনপির নির্দলীয়, নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবির সঙ্গে একমত পোষণ করতে পারেনি পশ্চিমা দেশগুলো।

এ বিষয়ে বিএনপি এক রকম হতাশই হয়েছে। মার্কিন দূতাবাসের সঙ্গে সম্প্রতি বিএনপির অন্তত তিনজন নেতা যোগাযোগ করেছেন বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।

এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে বিএনপির প্রতিনিধিরা জো বাইডেন প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। কিন্তু এ দুই জায়গায় বিএনপি মোটামুটি হতাশ হয়েছে। বিএনপির নির্বাচন নিয়ে যেকোনো দাবির আগে প্রথমে জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক স্পষ্ট করার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

তারা জানতে চেয়েছে যে, এই মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে বিএনপির সম্পর্ক এখনো আছে কিনা এবং বিএনপি সম্পর্ক ত্যাগ করতে চায় কিনা।

ধারণা করা হচ্ছে, জামায়াতের সঙ্গে সম্পর্ক ত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া বিএনপির কোনো বক্তব্যকেই আমলে নিতে চায় না মার্কিন যুক্তরাষ্ট্র।

যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, জামায়াতের সঙ্গে যে জোট, সেই জোট এখন মৃতপ্রায়। এ জোটের কোনো কার্যক্রমও নেই। জামায়াতের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। কিন্তু জো বাইডেন প্রশাসন এবং বাংলাদেশের মার্কিন দূতাবাস এ ব্যাপারে বিএনপির আনুষ্ঠানিক ঘোষণা চেয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা দিতে বিএনপির একটি অংশের প্রবল আপত্তি রয়েছে। 

তারা মনে করছে যে, আওয়ামী লীগ বিরোধী ভোট ব্যাংক ধরে রাখতে গেলে জামায়াতের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে না হলেও গোপনে রাখতেই হবে।

এ কারণে জামায়াতের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে বিএনপি এখনো রাজি নয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হওয়া উচিত। এছাড়া অন্যান্য দেশে যেভাবে সুষ্ঠু নির্বাচন হয়, সেভাবে বাংলাদেশেও নির্বাচন হবে বলে মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যাশা করছে।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দীর্ঘদিন ধরেই বিএনপি নানা রকম যোগাযোগের চেষ্টা করছে। ইউরোপীয় ইউনিয়ন যেন বর্তমান সরকারকে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য চাপ দেয়, সে অনুরোধ করেছে বিএনপি।

তবে ইউরোপীয় ইউনিয়নও মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই মতামত জানতে চাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নও মনে করে, বাংলাদেশে অসাম্প্রদায়িক রাজনীতির চর্চা হওয়া উচিত। আর এ ক্ষেত্রে বিএনপিকে অবশ্যই আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জামায়াতের সঙ্গ ত্যাগ করতে হবে। আর সে কারণেই আন্তর্জাতিক মহল থেকে বিএনপির দাবির প্রতি সমর্থন আদায়ের বিষয়টি ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছে।