ব্রেকিং:
নোয়াখালীতে শতকোটি টাকার জমি উদ্ধারের পর প্রকৌশলী বদলি লক্ষ্মীপুরে বিজয়ের ব্যাপারে আশাবাদি অধ্যক্ষ মামুনুর রশীদ কাঁচা মরিচের কেজি ছাড়াল ২০০ টাকা এক জালে মিলল ৫৫০০ পিস ইলিশ, ১৭ লাখে বিক্রি ছোট ভাইকে ‘কুলাঙ্গার’ বললেন মির্জা কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ফেনীতে কিশোর গ্যাং পিএনএফের প্রধানসহ গ্রেফতার ৫ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সৌদি পৌঁছেছেন ১৭ হাজার ১৪১ হজযাত্রী সুবর্ণচরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ বিশ্ব মা দিবস জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায় কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার নিজ এলাকায় পরবাসী হলেন ওবায়দুল কাদের দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঢাকায় মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত কে এই ডেভিড মিল
  • রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ভুমি কর্মকর্তার মাছ লুট

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৫ জুন ২০২১  

সোনাগাজীর মহেশ্চর গ্রামের অবসরপ্রাপ্ত ভুমি কর্মকর্তা আবদুল শুক্কুর এর পুকুর থেকে অন্তত দেড়লক্ষ টাকার মাছলুট,  বাড়ী-ঘরে হামলা ভাংচুর ও কাঁটা দিয়ে চলাচলের পথ অবরুদ্ধ করার অপচেষ্টার ঘটনায় সোনাগাজী মডেল থানায় মামলা দায়েরের পর ৪ জুন শুক্রবার ভোরে অভিযান চালিয়ে জাফর আহমদ, শাহ আলম ও নাহিদ হাসান নামে তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এজাহার নামীয় অপর তিন আসামীকে গ্রেফতারে অভিযান চলছে।

ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী এলাকা বাসী ও থানার মামলা সুত্রে জানা গেছে-অবসরপ্রাপ্ত ভুমি কর্মকর্তা আবদুল শুক্কুর দীর্ঘদিন যাবত সোনাগাজী শহরে বসবাস করেন। গ্রামের বাড়ীতে কেউ না থাকায় একই বাড়ীর প্রতিপক্ষ  জাফর আহমদ গং ভুমি কর্মকর্তার সহায় সম্ভল দখল করে নেয়ার পাঁয়তারা করে। আসামীরা ইতিপুর্বে জোরপুর্বক গাছপালা কেটে নিয়েছে এবং গাছের ফল ফলাদি চুরি করে নিয়েছে। গত ১৫ মে  সকাল বেলা আসামীরা অজ্ঞাত  লোকজন নিয়ে ভুমি কর্মকর্তার একক মালিকী পুকুর থেকে কমপক্ষে ৭০০ কেজি মাছ লুট করে ট্রলি গাড়ি বোঝাই করে নিয়ে গেছে। লুট কৃত মাছের বাজার মুল্য অন্তত ১লক্ষ ৪০হাজার টাকার অধিক হবে।  ভুমি কর্মকর্তা বিষয়টি সামাজিক শালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করেন। সামাজিকভাবে একাধিক শালিশ বৈঠক হয়। শালিশী সমাধানের আগেই গত ৩১ মে সকাল বেলা প্রতিপক্ষ জাফরের নেতৃত্বে আসামীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ভুমি কর্মকর্তার বসত:ঘরের উত্তরপাশে থাকা টয়লেট ও পানির পাইপ লাইন ভাংচুর করে এবং চলাচলের পথ কাঁটা দিয়া বন্ধ করার চেষ্টা করে। লুটপাট ও ভাংচুরের পরে আসামীরা ক্ষতিগ্রস্থ ব্যাক্তিকে হত্যা করে লাশগুম করার হুমকি দিতেছে।

 ভুক্তভোগী ভুমি কর্মকর্তা আবদুল শুক্কুর বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় ৬জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। তিনি সোনাগাজী মডেল থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- একজন অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা হিসাবে প্রশাসনের সার্বিক সহায়তা পাওয়ায় আমি সন্তুষ্টি জ্ঞাপন করছি। আমি এ দুস্কৃতিকারীদের শাস্তি দাবী করছি। অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ তিন আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় নিয়মিত মামলা রুজু হয়েছে। ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামীদের আদালতে সোপর্দ্য করা হবে।