ব্রেকিং:
রাইসির মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নোয়াখালীতে মাথাসহ হরিণের ৩০ কেজি মাংস উদ্ধার হাসপাতাল নয় যেন গারদখানা সম্পূর্ণ পুড়ে গেছে রাইসির হেলিকপ্টার, কোনো আরোহী বেঁচে নেই রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের ছবি-ভিডিও প্রকাশ্যে আজ থেকে ৬৫ দিন সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণ নিষিদ্ধ নোয়াখালীতে শতকোটি টাকার জমি উদ্ধারের পর প্রকৌশলী বদলি লক্ষ্মীপুরে বিজয়ের ব্যাপারে আশাবাদি অধ্যক্ষ মামুনুর রশীদ কাঁচা মরিচের কেজি ছাড়াল ২০০ টাকা এক জালে মিলল ৫৫০০ পিস ইলিশ, ১৭ লাখে বিক্রি ছোট ভাইকে ‘কুলাঙ্গার’ বললেন মির্জা কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ফেনীতে কিশোর গ্যাং পিএনএফের প্রধানসহ গ্রেফতার ৫ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সৌদি পৌঁছেছেন ১৭ হাজার ১৪১ হজযাত্রী সুবর্ণচরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

এক্সপ্রেসওয়েতে ডাকাতি, পুলিশ দেখে ‘পালাতে গিয়ে’ একজনের মৃত্যু

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২  

মধ্যরাত থেকে হচ্ছিল বৃষ্টি। রাত ৩টার দিকে কেওয়াটখালী এলাকায় এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দেয় ৭-৮ জনের ডাকাতদল। এরপর বিভিন্ন গাড়ি ও যাত্রীদের কাছ থেকে টাকা ও জিনিসপত্র লুট করতে থাকে। ডাকাতদের দায়ের কোপে আহত হন অটোর যাত্রী হৃদয় ও ইমাম। খবর পেয়ে পুলিশের একটি টহল গাড়ি ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশ দেখে পালাতে গিয়ে এক ডাকাত সদস্যের মৃত্যু হয়। 

ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের শ্রীনগরের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে (ঢাকা-মাওয়া)। রোববার রাত ৩টার দিকে মহাসড়কের কেওয়াটখালী এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. রিদয় ও ইমাম হোসেন। তবে মারা যাওয়া ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তিনি ডাকাত দলের সদস্য বলে জানায় পুলিশ।

শ্রীনগর থানার ওসি আমিনুর ইসলাম বলেন, মধ্যরাত থেকে বৃষ্টি হচ্ছিল। রাত ৩টার দিকে কেওয়াটখালী এলাকায় এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দেয় ৭-৮ জনের ডাকাতদল। এরপর বিভিন্ন গাড়ি ও যাত্রীদের কাছ থেকে টাকা ও জিনিসপত্র লুট করতে থাকে। ডাকাতদের দায়ের কোপে আহত হন অটোরিকশার যাত্রী হৃদয় ও ইমাম। খবর পেয়ে পুলিশের একটি টহল গাড়ি ঘটনাস্থলে যায়। পুলিশ দেখে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। পরে ঘটনাস্থল থেকে একজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ।

তিনি আরো বলেন, কেওয়াটখালী এলাকায় মহাসড়কে ডাকাতির খবর পেয়ে দ্রুত সেখানে যাই। আমাদের দেখে পালিয়ে যায় ডাকাত সদস্যরা। পরে ঘটনাস্থল থেকে এক ডাকাতের লাশ উদ্ধার করা হয়। এ সময় একটি দা উদ্ধার করা হয়েছে। তার কোমরে বাঁধা ছিল সেন্ডেল। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মারুফা ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।