ব্রেকিং:
এক জালে মিলল ৫৫০০ পিস ইলিশ, ১৭ লাখে বিক্রি ছোট ভাইকে ‘কুলাঙ্গার’ বললেন মির্জা কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ফেনীতে কিশোর গ্যাং পিএনএফের প্রধানসহ গ্রেফতার ৫ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সৌদি পৌঁছেছেন ১৭ হাজার ১৪১ হজযাত্রী সুবর্ণচরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ বিশ্ব মা দিবস জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায় কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার নিজ এলাকায় পরবাসী হলেন ওবায়দুল কাদের দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঢাকায় মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত কে এই ডেভিড মিল ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নোয়াখালীতে হেরে গেলেন ওবায়দুল কাদের পতেঙ্গায় আগুন ধরে প্রশিক্ষণ বিমান কর্ণফুলীতে, ২ পাইলট আহত
  • শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ফেসবুকে পরিচয়, ডেকে নিয়ে যুবকের সর্বস্ব লুট করলেন তরুণী

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৫ জুলাই ২০২২  

রাজশাহী নগরীতে নারী দিয়ে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে অপহরণ ও অর্থ আদায় চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া আড়াই হাজার টাকা, একটি চাকু ও একটি মোবাইল উদ্ধার হয়।

সোমবার (২৫ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) রফিকুল আলম।

এর আগে রোববার (২৪ জুলাই) রাতে নগরীর বোয়ালিয়া থানার মধুরডাঙ্গা ও চন্দ্রিমা থানার আসাম কলোনি বৌ-বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে দুইজন নারী রয়েছেন।

গ্রেফতাররা হলেন- সিহাবুল ইসলাম শিলু (২১) ও তার স্ত্রী আসমা আফিয়া ওরফে অহনা ওরফে অধরা (২১), স্বাধীন (২১), সাগর আলী (২২), মেহেদী হাসান মিম (২১) এবং প্রিয়া আক্তার মায়া ওরফে টুসু (১৯)।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম বলেন, পাঁচ মাস আগে অহনার সঙ্গে নগরীর এক যুবকের ফেসবুকে পরিচয় হয়। পরিচয়ের সূত্রে মোবাইল ও মেসেঞ্জারে তাদের কথা হতো। কিছুদিন পর অহনার সঙ্গে নগরীর বন্ধ গেটে দেখা হয় যুবকের। সেখানে অহনার বান্ধবী মায়ার সঙ্গেও তার পরিচয় হয়। 

তিনি বলেন, ২০ জুলাই অহনা তার বান্ধবী মায়ার মোবাইল থেকে ওই যুবককে ফোন দিয়ে চন্দ্রিমা থানার শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ের সামনে দেখা করার কথা বলে ডেকে নেন। রাত সাড়ে ৯টায় শিরোইল উচ্চ বিদ্যালয়ের সামনে যান ওই যুবক। সেখানে অহনা ও তার বান্ধবী মায়ার সঙ্গে দেখা হয়। তাদের সঙ্গে কথা বলার সময় রড ও পাইপ দিয়ে পিটিয়ে ওই যুবককে স্কুলের মাঠে নিয়ে যান অহনার সহযোগীরা।

সেখানে এলোপাতাড়ি মারধর করে যুবকের সঙ্গে থাকা ৩৭ হাজার টাকা ও একটি মোবাইল কেড়ে নেন তারা। পরে নগ্ন ছবি তুলে পাঁচ লাখ টাকার জন্য পরিবারের লোকজনকে চাপ দেন। এ অবস্থায় বন্ধুর কাছ থেকে ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে নিয়ে তাদের দেন যুবক। এ ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেন তারা। পরবর্তী সময়ে ৫৭ হাজার টাকা ও মোবাইল খোয়ানোর অভিযোগ করেন যুবক। এর ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নির্ণয় করে গ্রেফতার করা হয়। 

এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে একজন পালিয়ে গেছে, তাকেও গ্রেফতারে তৎপরতা চলছে বলে জানা গেছে।