ব্রেকিং:
এক জালে মিলল ৫৫০০ পিস ইলিশ, ১৭ লাখে বিক্রি ছোট ভাইকে ‘কুলাঙ্গার’ বললেন মির্জা কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ফেনীতে কিশোর গ্যাং পিএনএফের প্রধানসহ গ্রেফতার ৫ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সৌদি পৌঁছেছেন ১৭ হাজার ১৪১ হজযাত্রী সুবর্ণচরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ বিশ্ব মা দিবস জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায় কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার নিজ এলাকায় পরবাসী হলেন ওবায়দুল কাদের দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঢাকায় মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত কে এই ডেভিড মিল ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নোয়াখালীতে হেরে গেলেন ওবায়দুল কাদের পতেঙ্গায় আগুন ধরে প্রশিক্ষণ বিমান কর্ণফুলীতে, ২ পাইলট আহত
  • রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

তদন্ত শেষ না হওয়ায় পরীক্ষা নিয়ে অনিশ্চিতায় শিক্ষার্থীরা

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৮ জুন ২০২১  

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ৪র্থ সেমিস্টারের ফলাফল পায়নি শিক্ষার্থীরা। চূড়ান্ত পরীক্ষার উত্তরপত্র হারানো ঘটনার তিনমাসের অধিক সময় পেরিয়ে গেলেও তদন্ত শেষ না হওয়ায় তারা ফল পায়নি।  

এদিকে ৪র্থ সেমিস্টারের ফলাফল না হওয়ায় পরবর্তী ৫ম সেমিস্টারের পরীক্ষায় অংশ নিতে পারবে কিনা এ নিয়ে রয়েছে অনিশ্চিতা। 

খোজঁ নিয়ে জানা যায়, গত বছরের ১ মার্চ গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের MTH-221: Real Analysis-2 কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে পরীক্ষার উত্তরপত্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ে জমা থাকার কথা থাকলেও উক্ত সেমিস্টারে অন্যান্য কোর্সের খাতা থাকলেও একটি কোর্সের খাতা জমা করা হয়নি। এ ঘটনায় কোর্স শিক্ষক গণিত বিভাগের প্রভাষক আতিকুর রহমানের বিরুদ্ধে অভিযোগ উঠে উত্তরপত্র হারানোর। শুরু থেকে শিক্ষক আতিকুর রহমান বিষয়টি অস্বীকার করে আসছেন। 

এ ঘটনায় গত ১৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান কে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি গঠনের তিনমাসের অধিক সময় পেরিয়ে গেলেও তদন্ত শেষ করতে পারেনি তারা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। 

একাধিক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের পরীক্ষা শেষ হয়েছে ১ বছর ২ মাস আগে। এতদিনেও ফলাফল পাইনি। আমাদের খাতা কোথায় আছে তাও অনিশ্চিত। অথচ আমাদের ব্যাচের অন্যান্য অনেক বিভাগে পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে। নিয়মানুযায়ী যেহেতু আমরা ৪র্থ সেমিস্টারের ফলাফল না ফেলে ৫ম সেমিস্টারের পরীক্ষায় বসতে পারি না। এমতাবস্থায় আমাদের কি হবে আমরা জানি না।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, আমরা পরীক্ষা দিছি অথচ মূল উত্তরপত্রই পাওয়া যাচ্ছে না। আমাদের উত্তরপত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আছে কিনা তাও জানি না। এদিকে এবিষয়ে শিক্ষার্থীরা অভিযোগ করলেও বিভাগ থেকে কিছু জানানো হচ্ছে না। পরীক্ষা না হলে আমাদেরকেই সবচেয়ে বিপাকে পড়তে হবে। আমরা শুনেছিলাম একটি তদন্ত কমিটি হয়েছে ফেব্রুয়ারিতে, তদন্ত কমিটিও নিশ্চুপ হয়ে আছে।

এবিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির সদস্য ও গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল বলেন, তদন্ত কমিটি গঠনের পর থেকে কমিটি কয়েকটি মিটিং করেছে। ফেব্রুয়ারিতে যখন করোনার ফলে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায় তখন থেকে তদন্ত বন্ধ হয়। এখন আবার শুরু হবে এবং এর কার্যক্রম চলতেছে। আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি। একাধিক ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছি। তবে আমাদের তদন্ত চলছে। লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। 

তিনি আরো বলেন, ফলাফল না হলে যে পরীক্ষায় অংশ নিতে পারবে না তা নয়। আমরা বিষয়টি নিয়ে কি করা যায় একাডেমিক কাউন্সিলে আলোচনা করেছি। পরবর্তী কাউন্সিলে আবারও আলোচনা করব। আমরা কেউই চাই না শিক্ষার্থী বসে থাকুক। 

এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, এঘটনায় এতোদিনে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল কিন্তু এখনো তদন্ত প্রতিবেদন আমার হাতে আসেনি।