ব্রেকিং:
এক জালে মিলল ৫৫০০ পিস ইলিশ, ১৭ লাখে বিক্রি ছোট ভাইকে ‘কুলাঙ্গার’ বললেন মির্জা কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ফেনীতে কিশোর গ্যাং পিএনএফের প্রধানসহ গ্রেফতার ৫ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সৌদি পৌঁছেছেন ১৭ হাজার ১৪১ হজযাত্রী সুবর্ণচরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ বিশ্ব মা দিবস জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায় কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার নিজ এলাকায় পরবাসী হলেন ওবায়দুল কাদের দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঢাকায় মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত কে এই ডেভিড মিল ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নোয়াখালীতে হেরে গেলেন ওবায়দুল কাদের পতেঙ্গায় আগুন ধরে প্রশিক্ষণ বিমান কর্ণফুলীতে, ২ পাইলট আহত
  • শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

বার্সার জালে ৮ গোল দেয়া প্রসঙ্গে যা বললেন লেভানদোভস্কি

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৭ জুলাই ২০২২  

দুই বছর আগের কথা। বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামেন রবার্ট লেভানদোভস্কি। সে ম্যাচে ৮-২ গোলে বিধ্বস্ত হয় কাতালানরা। সময়ের পরিক্রমায় পোলিশ তারকা এখন বার্সার একজন সদস্য। নতুন প্রেম, পুরোনো প্রতিপক্ষকে দুই হালি গোল দেয়ার স্মৃতি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন লেভানদোভস্কি। যেখানে বিষয়টিকে অতীত বলে উড়িয়ে দেন তিনি।

অনেক নাটকের অবসান ঘটিয়ে অবশেষে বার্সেলোনায় যোগ দিয়েছেন লেভানদোভস্কি। কাতালান দলটির সঙ্গে তার আনুষ্ঠানিক চুক্তি হয়েছে ছয় দিন হলো। যুক্তরাষ্ট্রে নতুন ক্লাবের সঙ্গে যোগ দিয়ে ইতোমধ্যে খেলেছেন একটি ক্লাব প্রীতি ম্যাচও। রিয়াল মাদ্রিদের বিপক্ষে সে ম্যাচে অবশ্য কোনো গোলের দেখা পাননি এ গোল মেশিন।

এদিকে প্রাক মৌসুম প্রস্তুতিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে য্যুভেন্তাসের বিপক্ষে বুধবার (২৬ জুলাই) ভোরে মাঠে নামবে লেভানদোভিস্করা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন। সেখানে দুই বছর আগে, ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সার জালে বায়ার্নের হয়ে দুই হালি গোল দেয়া প্রসঙ্গে প্রশ্ন করা হয় তাকে। যদিও ওই ম্যাচে তিনি মাত্র একটি গোলের দেখা পেয়েছিলেন। বাকি কাজটা সেরেছিলেন তার সতীর্থরাই।

বিষয়টিকে অতীত হিসেবে উল্লেখ করে লেভানদোভস্কি বলেন, ‘এখন আমি বার্সার অংশ এবং এটি নতুন একটি অধ্যায়, নতুন কিছু করার সুযোগ। এখন পেছনে ফিরে তাকানোর সময় নয়। ওই ম্যাচ নিয়ে আমাদের মধ্যে কোনো ধরনের কথা হয়নি।’

নতুন ক্লাবে এখন তার নজর যত বেশি সম্ভব শিরোপা জেতা। আর তিনি মনে করেন, শিরোপা জেতার জন্য বার্সেলোনা সেরা জায়গা। তিনি বলেন, 'ফুটবলে জেতার মানসিকতাটা থাকা জরুরি। আমি মনে করি, সেই মানসিকতা নিয়ে শিরোপা জেতার জন্য আমি সেরা জায়গাতেই চলে এসেছি।'

দুবারের ইউরোপিয়ান গোল্ডেন শু জেতা তারকা মনে করেন, বার্সেলোনায় শিরোপা জেতার মতো যথেষ্ট রসদ মজুত আছে। গুণগত মানসম্পন্ন খেলোয়াড়ের অভাব নেই কাতালান জায়ান্টদের দলে। তিনি বলেন, 'আমাদের অনেক কাজই করতে হবে। তবে স্কোয়াডে অনেক বেশি গুণমানসম্পন্ন, প্রতিভাবান খেলোয়াড় আছে। আমি ভালো ক্লাবেই এসেছি।'