ব্রেকিং:
এক জালে মিলল ৫৫০০ পিস ইলিশ, ১৭ লাখে বিক্রি ছোট ভাইকে ‘কুলাঙ্গার’ বললেন মির্জা কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ফেনীতে কিশোর গ্যাং পিএনএফের প্রধানসহ গ্রেফতার ৫ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সৌদি পৌঁছেছেন ১৭ হাজার ১৪১ হজযাত্রী সুবর্ণচরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ বিশ্ব মা দিবস জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায় কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার নিজ এলাকায় পরবাসী হলেন ওবায়দুল কাদের দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঢাকায় মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত কে এই ডেভিড মিল ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নোয়াখালীতে হেরে গেলেন ওবায়দুল কাদের পতেঙ্গায় আগুন ধরে প্রশিক্ষণ বিমান কর্ণফুলীতে, ২ পাইলট আহত
  • শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

কলম্বিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৬ জুলাই ২০২২  

তীরে এসে তরি ডুবল আর্জেন্টিনার। কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে কোপা আমেরিকা ফেমেনিনার সেমিফাইনাল থেকেই বিদায় নিল লিওনেল মেসির দেশের মেয়েরা। কলম্বিয়ার চেয়ে র‍্যাংকিংয়ে সাত ধাপ পিছিয়ে থাকা আর্জেন্টিনা মাঠের লড়াইয়েও স্পষ্টত পিছিয়ে থাকল। তাতে ২০০৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপাটা ছুঁয়ে দেখার স্বপ্নের সমাধি ঘটল।

এস্তাদিও আলফন্সো লোপেজে শুরু থেকে দাপুটে ফুটবল খেলেছে কলম্বিয়া। বল দখলে যদিও আর্জেন্টিনার মেয়েদের চেয়ে পিছিয়ে ছিল তারা কিন্তু গোলে শট নেওয়ার দিক দিয়ে বেশ এগিয়ে ছিল স্বাগতিক দলের মেয়েরা। আক্রমণের পসরা সাজিয়েও অবশ্য প্রথমার্ধে গোলমুখ উন্মুক্ত করতে পারেনি তারা।

তবে দ্বিতীয়ার্ধে আর তাদের আটকাতে পারেনি আকাশি-সাদারা। ৬৩ মিনিটে লিন্দা লিজেথের গোলে লিড পায় হলুদ জার্সিধারী কলম্বিয়া। শেষ পর্যন্ত সেই গোলেই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
 

গোল খেয়ে মরিয়া হয়ে আক্রমণে ওঠার চেষ্টা অবশ্য করেছিল আর্জেন্টিনা। তাতে হয়েছে হিতে বিপরীত। ৭৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইন মিডফিল্ডার গ্যাব্রিয়েলা শ্যাভেজকে। প্রথমার্ধের ২৩ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন তিনি।

সেমিফাইনালের পথে আর্জেন্টিনার যাত্রাটা খুব একটা সহজ ছিল না। গ্রুপ 'বি'তে ব্রাজিলের বিপক্ষে বড় হারে টুর্নামেন্ট শুরু করা আকাশি-সাদারা বাকি ম্যাচ জিতে রানার্সআপ হিসেবে ওঠে শেষ চারে।

অন্যদিকে, গ্রুপ 'এ'তে নিজেদের সব ম্যাচেই জয় পেয়েছে কলম্বিয়া। র‍্যাঙ্কিংয়েও আর্জেন্টিনার চেয়ে শ্রেয়তর অবস্থানে তারা। বর্তমান ফিফা র‍্যাঙ্কিংয়ে ২৮ নম্বরে অবস্থান করছে কলম্বিয়া। অন্যদিকে ৩৫তম অবস্থানে রয়েছে আর্জেন্টিনা।

ফাইনালে ওঠার লড়াইয়ে ওপর সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও প্যারাগুয়ে। বুধবার (২৭ জুলাই) বাংলাদেশ সময়৭ ভোর ছয়টায় মুখোমুখি হবে দল দুটি।