ব্রেকিং:
এক জালে মিলল ৫৫০০ পিস ইলিশ, ১৭ লাখে বিক্রি ছোট ভাইকে ‘কুলাঙ্গার’ বললেন মির্জা কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ফেনীতে কিশোর গ্যাং পিএনএফের প্রধানসহ গ্রেফতার ৫ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সৌদি পৌঁছেছেন ১৭ হাজার ১৪১ হজযাত্রী সুবর্ণচরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ বিশ্ব মা দিবস জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায় কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার নিজ এলাকায় পরবাসী হলেন ওবায়দুল কাদের দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঢাকায় মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত কে এই ডেভিড মিল ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নোয়াখালীতে হেরে গেলেন ওবায়দুল কাদের পতেঙ্গায় আগুন ধরে প্রশিক্ষণ বিমান কর্ণফুলীতে, ২ পাইলট আহত
  • রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

স্কুলছাত্রের ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ ১১শ কোটি টাকা!

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১  

ভারতের বিহার অঙ্গরাজ্যের দুই স্কুলছাত্রের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ৯৬০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১শ কোটি টাকা)।! কী ভাবে এত টাকা ওই দুই শিক্ষার্থীর অ্যাকাউন্টে জমা পড়ল তা নিয়ে শোরগোল পড়ে গেছে, শুরু হয়েছে তদন্তও।

সংবাদমাধ্যমগুলো বলছে, ভারতের বিহারের কাটিহার জেলার বাগাউরা পঞ্চায়েতের পাসতিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। এই গ্রামেরই দুই শিক্ষার্থী গুরুচন্দ্র বিশ্বাস ও অসিত কুমারের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ৯৬০ কোটি রুপি।

ভারতীয় সংবাদসংস্থা লাইভহিন্দুস্তান-এ প্রকাশিত রিপোর্টের খবর অনুযায়ী, গুরুচন্দ্র বিশ্বাসের ব্যাংক অ্যাকাউন্টে ৬০ কোটি রুপি এবং অসিত কুমারের অ্যাকাউন্টে ৯০০ কোটি রুপি জমা পড়েছে। আর এই ঘটনাকে ঘিরেই বিহারের কাটিহার জেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

সংবাদমাধ্যমগুলো বলছে, ব্যাংক অ্যাকাউন্টে স্কুলের ইউনিফর্ম তৈরির টাকা জমা পড়েছে কিনা তা দেখতেই স্টেট ব্যাংকের স্থানীয় সেন্ট্রালাইজড প্রসেসিং সেন্টার (সিপিসি)-তে গিয়েছিল ওই দুই শিক্ষার্থী। অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা তা খতিয়ে দেখতে গিয়ে তারা চমকে ওঠে। দু’জনের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা পড়েছে! মুহূর্তেই ঘটনাটি পুরো এলাকায় ছড়িয়ে যায়।

গুরুচন্দ্র বিশ্বাস এবং অসিত কুমারের অ্যাকাউন্ট রয়েছে উত্তর বিহার গ্রামীণ ব্যাংকে। ওই ব্যাংকের ম্যানেজার মনোজ গুপ্ত খবরটি শুনে স্তম্ভিত হয়ে যান। তিনি সঙ্গে সঙ্গে ওই দু’জনের অ্যাকাউন্ট থেকে আর্থিক লেনদেনের প্রক্রিয়া বন্ধ করে দেন। কীভাবে এত টাকা দুই শিক্ষার্থীর অ্যাকাউন্টে ঢুকল তা বুঝে উঠতে পারছেন না তাদের পরিবার ও প্রতিবেশীরা।

অবশ্য এমন ঘটনা নতুন নয়। দিন দুয়েক আগে বিহারের খাগাড়িয়া জেলার এক শিক্ষকের অ্যাকাউন্টে হঠাৎ সাড়ে পাঁচ লাখ টাকা জমা হয়। ব্যাংকের প্রযুক্তিগত ত্রুটির কারণে এমনটা হয়েছে বলে জানা যায়। এ পর্যন্ত সবই ঠিক ছিল।

তবে এই টাকা পেয়ে শিক্ষক রঞ্জিত দাস সেটি ফেরত দিতে অস্বীকার করেন। শুধু অস্বীকারই নয়, ওই টাকা থেকে ১ লাখ ৬০ হাজার ৯৭০ টাকা খরচও করে ফেলেন। বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জমা পড়লে পুলিশ রঞ্জিতকে গ্রেফতার করে।

রঞ্জিত বলেন, ভেবেছিলাম কোভিড এবং লকডাউনের কারণে সরকার টাকা পাঠিয়েছে। এখন নানা রকম ব্যাংক প্রতারণা হচ্ছে চারদিকে। তাই আমি টাকাটা ফেরত দিতে চাইনি। আমার টাকার প্রয়োজনও ছিল। তাই ১ লাখ ৬০ হাজার ৯৭০ টাকা খরচ করে ফেলেছি।