ব্রেকিং:
এক জালে মিলল ৫৫০০ পিস ইলিশ, ১৭ লাখে বিক্রি ছোট ভাইকে ‘কুলাঙ্গার’ বললেন মির্জা কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ফেনীতে কিশোর গ্যাং পিএনএফের প্রধানসহ গ্রেফতার ৫ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সৌদি পৌঁছেছেন ১৭ হাজার ১৪১ হজযাত্রী সুবর্ণচরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ বিশ্ব মা দিবস জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায় কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার নিজ এলাকায় পরবাসী হলেন ওবায়দুল কাদের দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঢাকায় মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত কে এই ডেভিড মিল ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নোয়াখালীতে হেরে গেলেন ওবায়দুল কাদের পতেঙ্গায় আগুন ধরে প্রশিক্ষণ বিমান কর্ণফুলীতে, ২ পাইলট আহত
  • শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

মাঙ্কিপক্স: সংক্রমণ ঠেকানো নিয়ে যা বলছে ডব্লিউএইচও

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৭ জুলাই ২০২২  

মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণকে বিশ্ববাসীর জন্য সতর্কবার্তা বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সৌম্য স্বামীনাথন। তবে বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া ভাইরাসটির সংক্রমণ ঠেকানো সম্ভব বলেও আশাবাদী ডব্লিউএইচও। সংস্থাটি বলছে, সঠিক কৌশল গ্রহণের পাশাপাশি এর জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ প্রচেষ্টা।

বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে উঠেছে মাঙ্কিপক্স। নীরবে একের পর এক দেশে ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যে জানা যায়, এরই মধ্যে বিশ্বের ৭৫টি দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্স। এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সোমবার (২৫ জুলাই) নতুন করে জাপানে প্রথমবারের মতো মাঙ্কিপক্স আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। অন্যদিকে ভারতে মাঙ্কিপক্স আক্রান্ত চতুর্থ রোগী ধরা পড়েছে। 

এ অবস্থায় ভাইরাসটি নিয়ে দুশ্চিন্তায় বিশ্ববাসী। বিশ্বের বিভিন্ন দেশে মাক্সিপক্সের এ সংক্রমণকে সতর্কবার্তা হিসেবে অ্যাখ্যা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সৌম্য স্বামীনাথন। সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সবসময় প্রাণঘাতী সব রোগের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। 

মাঙ্কিপক্স ছড়িয়ে পড়লেও ভাইরাসটির সংক্রমণ ঠেকানো সম্ভব বলে আশাবাদী বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর এ জন্য সঠিক কৌশল গ্রহণ ও সম্মিলিত পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে জানান মাঙ্কিপক্স বিষয়ক টেকনিক্যাল প্রধান রোজামুন্ড লুইস। 

তিনি বলেন, এ মুহূর্তে সঠিক কৌশল গ্রহণের মাধ্যমে মাঙ্কিপক্সের সংক্রমণ থামানো সম্ভব। তবে সময় বয়ে যাচ্ছে। পদক্ষেপ বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। 

এদিকে ভাইরাসটি মোকাবিলায় নতুন ইমভানেক্স টিকা বাজারজাতের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সম্প্রতি মাঙ্কিপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বোচ্চ সতর্কতা জারির একদিন পরই এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্বব্যাপী টিকা সরবরাহ নিয়েও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আলোচনা চলছে বলে জানান লুইস। 

মাঙ্কিপক্সে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।