ব্রেকিং:
এক জালে মিলল ৫৫০০ পিস ইলিশ, ১৭ লাখে বিক্রি ছোট ভাইকে ‘কুলাঙ্গার’ বললেন মির্জা কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ফেনীতে কিশোর গ্যাং পিএনএফের প্রধানসহ গ্রেফতার ৫ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সৌদি পৌঁছেছেন ১৭ হাজার ১৪১ হজযাত্রী সুবর্ণচরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ বিশ্ব মা দিবস জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায় কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার নিজ এলাকায় পরবাসী হলেন ওবায়দুল কাদের দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঢাকায় মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত কে এই ডেভিড মিল ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নোয়াখালীতে হেরে গেলেন ওবায়দুল কাদের পতেঙ্গায় আগুন ধরে প্রশিক্ষণ বিমান কর্ণফুলীতে, ২ পাইলট আহত
  • রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

কোটি টাকার ইয়াবাসহ ভুয়া সাংবাদিক দম্পতি আটক

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯  

গাজীপুরের টঙ্গী বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ভুয়া সাংবাদিক দম্পতি ও চারজনকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছে থেকে নগদ ৮লাখ ৩৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

বুধবার রাতে টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন, টঙ্গীর দত্তপাড়ার এলাকার রুবেল আহমেদ, নারায়নগঞ্জের বন্দর এলাকার মো. বশির আহমেদ ও তার স্ত্রী মোসা. জান্নাতুল ফেরদৌস রিবা এবং ঝালকাঠির বৈশাগীয়া গ্রামের মো. আনিসুর রহমান। 

র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফট্যানেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন বলেন, বুধবার রাতে টঙ্গী বাজারের আনার কলি রোডের রাজ্জাক প্লাজার সামনে পাকা সড়কে  মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য বিক্রির উদ্দেশে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ একটি দল অভিযান চালায় । সেখান থেকে মাদক ব্যবসায়ী রুবেল আহমেদ, বশির আহমেদ, তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস রিবা ও আনিসুর রহমানকে ৩২ হাজার ৫০টি ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। এছাড়া তাদের দেহ তল্লাশি করে ৬টি মোবাইল ফোন, নগদ ৮ লাখ ৩৪ হাজার ৫৪০ টাকা, একটি পাসপোর্ট, ব্যাংক চেক, অনলাইন পত্রিকার  ভুয়া আইডিকার্ড উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা।

জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, রুবেল আহমেদ মেসার্স মিম এন্টার প্রাইজ নামে একটি বেসরকারি কোম্পানির ম্যানেজার পদে চাকরি করেন। পাশাপাশি দ্রুত ধনী হওয়ার লোভে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। বশির আহমেদ ঢাকার কাকরাইলে অবস্থিত এশিয়ান নিউজ২৪ নামক অনলাইন পোর্টালে রিপোর্টার হিসেবে কাজ করে বলে মানুষের কাছে পরিচয় দিয়ে আসছিল।

সাংবাদিকতার পরিচয় দিয়ে ইয়াবার চালান গাজীপুরের টঙ্গী এলাকায় রুবেল আহমেদের কাছ থেকে গ্রহণ করে খুলনায় রাজুর কাছে পৌঁছে দিতো। মাদক ব্যবসার সহযোগী হিসেবে তার স্ত্রী মোসা. জান্নাতুল ফেরদৌস রিবাকে ব্যবহার করতো। আর আনিসুর রহমান পেশায় একজন বেলুন ব্যবসায়ী।

বশির আহমেদ ও তার স্ত্রী  ইয়াবার চালান নিয়ে খুলনা যাওয়ার সময় আনিসুর রহমান তাদের নিরাপত্তার দায়িত্বে থাকতেন। এভাবেই এ চক্রটি চট্টগ্রাম হতে ইয়াবা চালান ঢাকা হয়ে খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতো।