ব্রেকিং:
এক জালে মিলল ৫৫০০ পিস ইলিশ, ১৭ লাখে বিক্রি ছোট ভাইকে ‘কুলাঙ্গার’ বললেন মির্জা কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ফেনীতে কিশোর গ্যাং পিএনএফের প্রধানসহ গ্রেফতার ৫ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সৌদি পৌঁছেছেন ১৭ হাজার ১৪১ হজযাত্রী সুবর্ণচরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ বিশ্ব মা দিবস জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায় কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার নিজ এলাকায় পরবাসী হলেন ওবায়দুল কাদের দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঢাকায় মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত কে এই ডেভিড মিল ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নোয়াখালীতে হেরে গেলেন ওবায়দুল কাদের পতেঙ্গায় আগুন ধরে প্রশিক্ষণ বিমান কর্ণফুলীতে, ২ পাইলট আহত
  • শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

মানবপাচার সিন্ডিকেটে জড়িত ৪৭০ পাচারকারী

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৬ জুলাই ২০২২  

দেশে মানবপাচার সিন্ডিকেটে জড়িত ৪৭০ পাচারকারী ও দালাল। ঢাকা বিভাগের ৯টি জেলাতেই ৯৪ পাচারকারীর সন্ধান পেয়েছেন গোয়েন্দারা।

সিন্ডিকেটে আছে জনপ্রতিনিধি আর একাধিক নারী সদস্যও। এরই মধ্যে পাচারকারীদের তালিকা ইমিগ্রেশন ও ইন্টারপোলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে পরিস্থিতি উদ্বেগজনক জানিয়ে অভিবাসন বিশেষজ্ঞ বলছেন, মাস্টারমাইন্ডদের ধরতে না পারা অশনিসংকেত।

জীবনের গল্প বদলে ফেলার আশা, দুর্গম পথ, প্রতারণা, নির্যাতন, গ্লানি, মুক্তিপণ আর জীবন্ত বিভীষিকা। ভাগ্যবদলের স্বপ্ন বোনা মানুষদের ঘিরে পাচারকারীদের চিরায়ত অভেদ্য ষড়যন্ত্রের জাল, যা ছেঁড়ার সাধ্য নেই নিরীহ মানুষের।

জাতিসংঘের মাদক ও অপরাধ দফতরের মানব পাচারবিয়ষক বৈশ্বিক প্রতিবেদন বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত, ও পাকিস্তানের নাগরিকদের অন্তত ৪০টি দেশে পাচার করা হচ্ছে। আর বাংলাদেশ থেকে ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, লেবানন, কাতার, জর্ডান, থাইল্যান্ড, ওমান, কুয়েত, লিবিয়া, বাইরাইনে পাচার হওয়াদের ৪০ শতাংশ নারী ও ১৫ শতাংশ শিশু।

এমন অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, দেশজুড়ে ছড়িয়ে থাকা শক্তিশালী পাচারকারী সিন্ডিকেটে সক্রিয় ৪৭০ পাচারকারী ও দালাল। যার মধ্যে ঢাকা বিভাগের ৯টি জেলায় ৯৪ পাচারকারী। এ তালিকায় আছেন জনপ্রতিনিধি, একাধিক নারী সদস্যও।
 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার মশিউর রহমান বলেন, বিমানবন্দরে আমরা ওই সব পাচারকারীদের তথ্য দিয়ে রেখেছি, যেন আসলেই ধরা হয়। আমাদের সমস্যা হলো বিদেশে কোথাও কোনো দূতাবাসে পুলিশের প্রতিনিধি নেই, শুধু ভারত ছাড়া।   

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মানব পাচারবিষয়ক প্রতিবেদনে বাংলাদেশে টায়ার-২ ওয়াচ লিস্টে। যার অর্থ, মানব পাচারের যে ন্যূনতম মানদণ্ড তা এখনও অর্জন করতে পারেনি বাংলাদেশ।

ব্রাক অভিবাসন কর্মসূচির বিভাগীয় প্রধান মো. শরীফুল হাসান বলছেন, এ পরিস্থিতি উদ্বেগজনক।

তিনি আরও বলেন, মূলত যারা অপরাধী পাচারের সঙ্গে জড়িত, বিশেষ করে যারা বড় বড় অপরাধী তাদের বিচারে আওতায় আনতে আমরা পিছিয়ে রয়েছি। বড় একটা অংশের মামলার বিচার হয়নি।

তার অভিযোগ, চাঞ্চল্যকর কোনো ঘটনা ঘটলেই শুধু কিছু দিন হইচই ও চুনোপুঁটি ধরপাকড় চলে। বরাবরই ধরাছোঁয়ার বাইরে থেকে যায় রাঘববোয়াল।

যদিও আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, শীর্ষ পাচারকারীদের ধরতে তাদের তালিকা ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দফতর, ইমিগ্রেশন ও ইন্টারপোলের কাছে পাঠানো হয়েছে।