ব্রেকিং:
এক জালে মিলল ৫৫০০ পিস ইলিশ, ১৭ লাখে বিক্রি ছোট ভাইকে ‘কুলাঙ্গার’ বললেন মির্জা কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ফেনীতে কিশোর গ্যাং পিএনএফের প্রধানসহ গ্রেফতার ৫ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সৌদি পৌঁছেছেন ১৭ হাজার ১৪১ হজযাত্রী সুবর্ণচরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ বিশ্ব মা দিবস জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায় কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার নিজ এলাকায় পরবাসী হলেন ওবায়দুল কাদের দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঢাকায় মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত কে এই ডেভিড মিল ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নোয়াখালীতে হেরে গেলেন ওবায়দুল কাদের পতেঙ্গায় আগুন ধরে প্রশিক্ষণ বিমান কর্ণফুলীতে, ২ পাইলট আহত
  • শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

জাতীয় সংসদে মেরিটাইম জোন বিল উত্থাপন

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১  

জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার টেরিটোরিয়্যাল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোন বিল ২০২১ উত্থাপন করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ, কে আব্দুল মোমেন বিলটি উত্থাপন করেন।

প্রস্তাবিত বিলে পুনঃনির্ধারিত বাংলাদেশের সামুদ্রিক জলসীমা, উপকূলীয় বেইজ লাইন বিবৃত করা হয়েছে।
বিলে ইউএনসিএলওএস অনুযায়ী সামুদ্রিক জলসীমায় কন্টিগোয়াজ জোনের ব্যাপ্তি ১৮ থেকে ২৪ মাইল নির্ধারণের বিধানের প্রস্তাব করা হয়েছে।

বিলে বিদেশি জাহাজ বা ডুবোজাহাজ বাংলাদেশের জলসীমায় প্রবেশের ক্ষেত্রে ফৌজদারি এখতিয়ার ও দেওয়ানি এখতিয়ার অন্তর্ভুক্তির বিধানের প্রস্তাব করা হয়েছে। দেশের জল সীমায় দিয়ে বিদেশি জাহাজ বা ডুবোজাহাজের নির্দোষ অতিক্রমের বিধানেরও প্রস্তাব করা হয়।

এছাড়া বিলে ইউএনসিএলওএস অনুযায়ী বিদ্যমান আইনে ব্যবহ্নত অর্থনৈতিক জোনের পরিবর্তে বিশেষ অর্থনৈতিক জোন শব্দগুলো সংযোজন করার বিধানের প্রস্তাব করা হয়েছে। দেশের সামুদ্রিক জলসীমার বিশেষ অর্থনৈতিক জোনের সকল প্রাণিজ-অপ্রাণিজ সম্পদের ওপর বাংলাদেশের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠার জন্য সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।

বিলে সমুদ্রে কন্টিনেন্টাল জোনের সজ্ঞা ও সীমা ইউএনসিএলওএস অনুযায়ী সংশোধনের প্রস্তাব করা হয়েছে। সেফটি জোন নির্ধারণ, সাবমেরিন কেবল, পাইপলাইন স্থাপন করার বিধানেরও প্রস্তাব করা হয়েছে।

বিলে ওশ্যান গর্ভন্যান্স, ব্লু-ইকোনমি, মেরিটাইম কোঅপারেশনসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সংক্রান্ত নির্দেশনামূলক সুনির্দিষ্ট বিধি-বিধান সংযোজনের প্রস্তাব করা হয়েছে। এছাড়া বিলে সামুদ্রিক দূষণজনিত অপরাধের অর্থদণ্ড সর্বোচ্চ ৫ কোটি টাকা করার বিধানের প্রস্তাব করা হয়েছে। এছাড়া চুরি, জলদস্যূতা, জলসীমায় জঙ্গি তৎপরতা বা কার্যক্রম সংজ্ঞা এবং এসব দমন ও বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে। এজন্য বিলে পৃথক মেরিটাইম ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব করা হয়েছে।

পরীক্ষা-নিরীক্ষা করে আগামী ৪৫ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।