ব্রেকিং:
এক জালে মিলল ৫৫০০ পিস ইলিশ, ১৭ লাখে বিক্রি ছোট ভাইকে ‘কুলাঙ্গার’ বললেন মির্জা কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্জন্ম ফেনীতে কিশোর গ্যাং পিএনএফের প্রধানসহ গ্রেফতার ৫ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সৌদি পৌঁছেছেন ১৭ হাজার ১৪১ হজযাত্রী সুবর্ণচরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ সাবেক মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিজ্জর হত্যাকাণ্ড: কানাডায় আরো একজন ভারতীয় গ্রেফতার ‘দেশে তেলের সঙ্গে কমবে-বাড়বে বিদ্যুতের দামও’ হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ বিশ্ব মা দিবস জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায় কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার নিজ এলাকায় পরবাসী হলেন ওবায়দুল কাদের দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঢাকায় মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত কে এই ডেভিড মিল ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নোয়াখালীতে হেরে গেলেন ওবায়দুল কাদের পতেঙ্গায় আগুন ধরে প্রশিক্ষণ বিমান কর্ণফুলীতে, ২ পাইলট আহত
  • রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

করোনায় এক সপ্তাহে মৃত্যু বেড়েছে ২৫ শতাংশ

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৬ জুন ২০২১  

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর পর সংক্রমণ কমলেও গত এক সপ্তাহে তা ফের ঊর্ধ্বমুখী হয়েছে। সাম্প্রতিক সময়ে ভারতে পাওয়া করোনাভাইরাসের ধরনটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বাংলাদেশে বাড়তে থাকায় এমন ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, এ বছর করোনার ২১তম সপ্তাহে (২৩-২৯ মে) সারাদেশে নমুনা পরীক্ষা হয় এক লাখ ৯ হাজার ৬৫১টি। এদের মধ্যে মোট নয় হাজার ৬৬০ জন রোগী শনাক্ত হয় এবং ওই সপ্তাহে মৃত্যু হয়েছে ২০১ জনের।

পরে ২২তম সপ্তাহে অর্থাৎ, ৩০ মে থেকে ৬ জুন পর্যন্ত মোট এক লাখ ১৯ হাজার ২০২টি নমুনা পরীক্ষা মোট ১১ হাজার ৯২৮ জন রোগী শনাক্ত করা হয়। এ সময়ে সারাদেশে মারা গেছেন মোট ২৫২ জন।

এ হিসাব অনুযায়ী, এক সপ্তাহের ব্যবধানে শনাক্তের হার ২৩ দশমিক ৪৮ শতাংশ বেড়েছে এবং মৃত্যুর হার বেড়েছে ২৫ দশমিক ৩৭ শতাংশ।

এর আগে ২০তম সপ্তাহে (১৬-২২ মে) ১৯তম সপ্তাহের (৯-১৫ মে) চেয়ে সংক্রমণ বাড়ে ৩ দশমিক ৪ শতাংশ। তবে সে সময় মৃত্যুহার কমে ৮ দশমিক ৯৪ শতাংশ। মূলত ঈদের আগে পরীক্ষা কমে যাওয়ায় শনাক্ত কমে গিয়েছিল।

আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, সীমান্ত ব্যবস্থাপনার কারণে সংক্রমণ ও মৃত্যুর হার একটু ধীরে হলেও সেটি বাড়ছে। সীমান্ত ব্যবস্থাপনায় ঘাটতি থাকলে নেপালের মত আরো বাড়তে পারত।

তিনি আরো বলেন, তবে সংক্রমণের হার যে বাড়ছে, সেটি শুধু সীমান্ত এলাকাতেই নয় দেশের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় হচ্ছে। 

গত বছর ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।