ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সোয়া ৪ কিলোমিটার রাস্তার সংস্কার কাজে অনিয়ম

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১  

রায়পুরের খাসেরহাট বাজার সংলগ্ন বেড়ী থেকে মোল্লারহাট পর্যন্ত ৪.৩ কিলোমিটার সড়কের সংস্কার কাজে ব্যপক অনিয়মের অভিযোগ উঠেছে। রাস্তাটিতে ভিটুমিন ব্যবহার না করে নিম্নমানের পাথর দিয়ে কার্পেটিংয়ের কাজ করছে হাইড্রোট্রেক নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। হাইড্রোটেক ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে কাজটি করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মানিক পাটওয়ারী। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের কবির পাটওয়ারীর ভাই।

এলজিইডি জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাগবে খাসের হাট বেড়ী সংলগ্ন এলাকা থেকে মোল্লার হাট বাজার পর্যন্ত ৪ হাজার ৩’শ মিটার রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রতিষ্ঠান এলজিইডি। কাজটিতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮৩ লাখ টাকা। এরমধ্যে ৪৫ লাখ ৪৫ হাজার ৩৫১ টাকার ৭৫ পঁয়সা খোয়া ধরা হয়েছে। ৬৭ হাজার ৪৮৮ টাকার বালু ধরা হয়েছে। এছাড়া দেড় ইঞ্চি কার্পেটিং ধরা রয়েছে। ১৬,১২,৬ পাথর ও ডাস পাথর ধরা হয়েছে। ২৯ ডিসেম্বর থেকে ২৮ এপ্রিল পর্যন্ত কাজের সময়সীমা নির্ধারিত করা হয়।  

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকাবাসী জানান, রাস্তায় নতুন কোন খোয়া দেওয়া হয়নি। এছাড়া রাস্তার পাশ থেকেই গর্ত করে মাটি কেটে ফুটপাত বাধাঁনো হয়েছে। কার্পেটিং করা হচ্ছে ভিটুমিন ছাড়া। তবে কয়েকটি স্থানে নামমাত্র ভিটুমিন ব্যবহার করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। তাছাড়া মরা পাথার (নিম্মমানের) দিয়ে কাজ করা হচ্ছে। ঠিকাদার সরকার দলীয় ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়কের আত্মীয় হওয়ায় ভয়ে স্থানীয়রা প্রতিবাধ করছেন না। এজন্য তারা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তারা।

সিএনজি চালক রুবেল হোসেন বলেন, সরকার উন্নয়ন করছে গ্রামীণ অঞ্চলের মানুষের সুবিধার্থে। কিন্তু নিম্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তাটি করায় সুবিধার চেয়ে অসুবিধায় হবে বেশি। কয়েক মাসের ব্যবধানে রাস্তার কার্পেটিংগুলো উঠে যাবে। এতে একদিকে স্থানীয়রা যেমন বঞ্চিত হবে যথাযথ উন্নয়ন থেকে, তেমনি অর্থ লুট হবে সরকারের।

এবিষয়ে ঠিকাদার মানিক পাটওয়ারী সাথে মুঠোফোনে একাধিক বার চেষ্টা করেও মন্তব্য নেওয়া যায়নি।

এদিকে অভিযোগের ভিত্তিতে গতকাল বিকালে সরেজমিনে পরিদর্শনে যান স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম পাটওয়ারী। তিনি বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় সংস্কার কাজটি সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।