ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সবজির পাশাপাশি আলু-পেঁয়াজেও মিলছে স্বস্তি

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২০  

রাজধানীর বাজারগুলোতে শীতের সবজির সরবরাহ বেড়েছে। এতে দাম আরো কমে বেশ কয়েকটি সবজি এখন কেজিপ্রতি ৩০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। সবজির পাশাপাশি পেঁয়াজ, ডিম, মুরগি ও নতুন আলুর দামও কমেছে। ফলে ক্রেতাদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি।

শুক্রবার রাজধানীর শান্তিনগর, সেগুনবাগিচা, ফকিরাপুল, টিঅ্যান্ডটি বাজার, কমলাপুর, বাসাবো, খিলগাঁও, মালিবাগ ও রামপুরা বাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে।

এসব বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হওয়া শিম এখন ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। নভেম্বরের মাঝামাঝি সময়েও কেজিপ্রতি ১২০ টাকায় কিনতে হয়েছে শিম। 

শিমের পাশাপাশি শীতের অন্যতম সবজি ফুলকপি ও বাঁধাকপির দামও কমেছে। বড় একটি ফুলকপি ২০ থেকে ৩০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ২৫ থেকে ৩৫ টাকা। আর গত সপ্তাহে ছোট যে ফুলকপি ২০ টাকায় বিক্রি হচ্ছিল, তা এখন ১৫ টাকায় পাওয়া যাচ্ছে। 

মাঝারি আকারের বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৩০ থেকে ৪০ টাকা। গত সপ্তাহে ২০ থেকে ৩০ টাকা কেজি বিক্রি হওয়া মুলার দাম কমে ১৫ টাকা হয়েছে। শাল গমের কেজি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৫০ থেকে ৭০ টাকা। আর কিছুদিন আগে ৮০ টাকায় বিক্রি হওয়া লাউ এখন ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। গাজর কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে গত সপ্তাহে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হওয়া বেগুন এখন ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। করলা ৪০ থেকে ৫০ টাকায় কেজিপ্রতি পাওয়া যাচ্ছে। আর ঢেঁড়সের দর ৪০ থেকে ৫০ টাকা।

তবে বেশিরভাগ সবজির দাম কমলেও চড়া দামেই পাকা টমেটো ও বরবটি বিক্রি হচ্ছে। গত সপ্তাহের মতো পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। আর কাঁচা টমেটো বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা কেজি। বরবটি গত সপ্তাহের মতো ৬০ থেকে ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এদিকে বেশকিছু সময় ধরে ঊর্ধ্বমুখী থাকা আলু এখন ৪৫ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। অবশ্য বাজারে আসা নতুন আলুর দাম বেশ কমেছে। গত সপ্তাহে ১০০ টাকা কেজি বিক্রি হওয়া নতুন আলু ৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

আলুর পাশাপাশি গত সপ্তাহে ৭৫ টাকা কেজিতে বিক্রি হওয়া দেশি পেঁয়াজ এখন ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কিছুদিন আগে দেশি পেঁয়াজের কেজি ৯০ টাকা ছিল। আর আমদানি করা পেঁয়াজ এখন ৩০ থেকে ৪০ কেজিতে পাওয়া যাচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৪০ থেকে ৫০ টাকা কেজি। কাঁচামরিচ আগের সপ্তাহের মতো এক পোয়া (২৫০ গ্রাম) বিক্রি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়।

বাজারে ডিম ও মুরগির দামও কমেছে। ডিমের ডজন বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৯০ থেকে ৯৫ টাকা। আর গত সপ্তাহে ১৩০ থেকে ১৪০ টাকা কেজি বিক্রি হওয়া বয়লার মুরগির দাম ১২৫ থেকে ১৩০ টাকা হয়েছে।