ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে সড়ক

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০১৯  

বরগুনা সদর উপজেলার বদরখালী ইউপিতে স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণ শুরু করেছে স্থানীয় শিক্ষার্থীরা। ওই এলাকার ৩৫ জন শিক্ষার্থীর একটি দল ঝুড়ি, কোদাল হাতে নিয়ে এ কাজ শুরু করেন। এ সময় এলাকার লোকজনও তাদের সঙ্গে কাজে যোগ দেন।

তিনটি গ্রুপে বিভক্ত হয়ে ছাত্ররা মাটি কেটে ঝুড়ি মাথায় বয়ে নিয়ে সড়কে ফেলছে। এ দলটি নেতৃত্ব দিচ্ছেন বরগুনা সরকারি কলেজের শিক্ষার্থী মোরশেদ খান, তার সহযোগী হিসেবে রয়েছেন মো. পাভেল মিয়া। 

মোরশেদ খান বলেন, সড়কটি দীর্ঘদিন ধরেই চলাচল অনুপযোগী। এলাকাবাসী ও পথচারী চরম ভোগান্তির শিকার। বিশেষ করে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াত, অসুস্থ রোগীদের চিকিৎসালয়ে নিয়ে যেতে দুর্ভোগের শিকার হতে হয়। এলাকার জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা না হওয়ায় নিজেরাই বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি সড়কটি নির্মাণের। শুক্রবার সারাদিন, কলেজ শুরুর আগে ও ছুটির পরে সড়ক নির্মাণের কাজ করবো। 

পাভেল বলেন, প্রায় দুই কিলোমিটার সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। নিজেরা উদ্যোগ নিয়েছি এলাকার মানুষের দীর্ঘ দিনের দুর্ভোগ লাঘবে। কারো বাহবা পেতে নয়, নিজেদের সমস্য নিজেরাই সমাধান করার বিকল্প নেই। শুধু সড়ক নয়, জনকল্যাণে এলাকার ছোটখাট উন্নয়নমূলক কাজের পরিকল্পনা রয়েছে আমাদের। 

ওই এলাকার বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, তরুণদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয়। শিক্ষার্থীরা সড়ক নির্মাণের যে কাজ শুরু করেছে এলাকার লোকজন তাদের সহযোগিতায় রয়েছি। তাদের উদ্যোগের সফলতা কামনা করছি। 

ইউপি চেয়ারম্যান ইলিয়াস আহমেদ স্বপন শরীফ বলেন, ইউপির বাজেট সীমিত। স্থানীয় সরকারের প্রকল্পের আওতায় এনে সম্পূর্ণ সড়কটির নির্মাণ কাজ হাতে নেব। তরুণ শিক্ষার্থীদের উদ্যোগকে সাধুবাদ জানাই। তাদের প্রতি আমাদের সহযোগিতা থাকবে।

তরুণ দলটির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সহযোগিতায় এগিয়ে এসেছে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ডোক্যাপ’। সংস্থাটির নির্বাহী পরিচালক মাসুদ আলম বলেন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইডের অর্থায়নে শিক্ষার্থীদের দলটিকে ইয়ুথ লিডারশিপ প্রকল্পের আওতায় আনব। এলাকার এসব উন্নয়নমূলক কর্মকাণ্ডে ডোক্যাপ সব ধরনের সহযোগিতা দিচ্ছে। 

সদর ইউএনও মো. আনিসুর রহমান বলেন, তরুণ শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। ওই এলাকা পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার পাশাপাশি সড়কটির সম্পূর্ণ নির্মাণ কাজের উদ্যোগ নেব।