ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে বিশ্ব নেতাদের চাপ

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০  

বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার মাধ্যমে প্রত্যাবাসন প্রক্রিয়া কার্যকর করতে মিয়ানমারের ওপর নতুন করে চাপ প্রয়োগ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশন উপলক্ষে সাইড লাইনে বাংলাদেশের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে আলোচনা হয়েছে। বুধবার বাংলাদেশ ছাড়াও ভার্চুয়াল এ ইভেন্টের আয়োজন করে কানাডা, সৌদি আরব ও তুরস্ক। রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করেন।

এদিকে ২৬ সেপ্টেম্বর চলতি সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেয়ার কথা রয়েছে।

২০১৭ সালে ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত অসংখ্য রোহিঙ্গা মিয়ানমার থেকে বিতারিত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ পর্যন্ত রোহিঙ্গার মোট সংখ্যা প্রায় ১১ লাখ। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে বরাবরই বিশ্ব নেতাদের কাছে দাবি জানিয়ে আসছে বাংলাদেশ।

জাতিসংঘের সাধারণ পরিষদ উপলক্ষে ৭৫তম অধিবেশনের সাইড লাইনে ‘রোহিঙ্গা সমস্যার সাম্প্রতিক চার বছর টেকসই সমাধান নিশ্চিতের চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আয়োজক চার দেশ ছাড়াও বিভিন্ন দেশের প্রতিনিধিরা সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করেন। মূল বক্তব্য উপস্থাপন করেন মিয়ানমার বিষয়ক স্বাধীন তদন্ত প্রক্রিয়ার প্রধান নিকোলাস কৌমজিয়ান। সঞ্চালক ছিলেন কানাডার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত বব রায়।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা জানান, প্রতি বছরের মতো এবারও রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে একটি রেজুলেশন পাস হবে।

করোনা মহামারির কারণে এবার রাষ্ট্র ও সরকার প্রধানরা জাতিসংঘে আসছেন না।

তবে বিভিন্ন কর্মসূচি আগের মতো অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক দফা অধিবেশনে বক্তব্য দেবেন। জাতিসংঘ সদরদপ্তর সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদে এবার মূল ভাষণ দেবেন ২৬ সেপ্টেম্বর।