ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

রামগতিতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১০ জুন ২০২১  

লক্ষ্মীপুরের রামগতিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দু’দফা হামলা-সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি দোকান, কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেছে উত্তেজিত নেতাকর্মীরা।

বুধবার (৯ জুন) রাতে উপজেলার চররমিজ ইউনিয়নের বিবিরহাট বাজারে আধিপত্য বিস্তার নিয়ে এসব ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দু’পক্ষের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাজার এলাকায় অস্থান করছে।

এদিকে আওয়ামী লীগ প্রার্থী মুজাহিদুল ইসলাম দিদার ও স্বতন্ত্র প্রার্থী শারাফত আলী ভূঁইয়া একে-অপরকে দোষারোপ করে পরষ্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিবিরহাটে রাত ৮টার দিকে শারাফত আলীর (আনারস) একটি মিছিল থেকে আওয়ামী লীগ প্রার্থী দিদারের (নৌকা) বিরুদ্ধে স্লোগান দেয়া হয়। এতে ক্ষুব্ধ দিদারের লোকজন তাদের ধাওয়া করে। খবর পেয়ে দু’পক্ষের নেতাকর্মীরা বাজারে আসতে শুরু করে। উত্তেজিত লোকজন দুই দফায় হামলা-সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

এ সময় যুবলীগ নেতা আরাফাত সানীরসহ অন্তত পাঁচটি দোকান ও ৭-৮টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

শারাফত আলী ভূঁইয়া বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থী দলবল নিয়ে এসে লোকজনকে মারধর করে আমার নির্বাচনী অফিস ও কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করেছে। যারা আহত হয়েছে, ভয়ে আমি এখন তাদের খোঁজও নিতে পারছি না।’

অভিযোগ অস্বীকার করে মুজাহিদুল ইসলাম দিদার বলেন, ‘শারাফতের লোকজনের অতর্কিত হামলায় আমার অন্তত সাতজন আহত হয়। কে কোথায় আছে এখনো বলতে পারছি না। তারা আমাদের চারটি মোটরসাইকেল ভাঙচুর ও আরও দুটি মোটরসাইকেল নিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘শারাফত আওয়ামী লীগের বিরুদ্ধে প্রকাশ্যে শ্লোগান দিয়ে তাণ্ডব চালিয়েছে। তারা আমাকে লক্ষ্য করে ফাঁকা গুলিও ছুড়েছে। আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ীদের দোকানও তারা ভাঙচুর করেছে।’

এ ব্যাপারে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক আছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

উল্লেখ্য, ২১ জুন চররমিজ ইউনিয়ন পরিষদের নির্বাচন। মুজাহিদুল ইসলাম দিদারের বিপক্ষে প্রবাস ফেরত শারাফত আলী ভূঁইয়া আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।