ব্রেকিং:
সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়াকে বরণে হাতিয়ায় চলছে ব্যাপক প্রস্তুতি ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব: প্রধানমন্ত্রী নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি জলদস্যুর কবলে পড়া নাবিকদের ১১ জনই চট্টগ্রামের রাখাইনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের দ্বারপ্রান্তে আরাকান আর্মি কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন তাহসীন বাহার ভাঙারির দোকান থেকে উদ্ধার হলো ১১ মণ সরকারি বই অবশেষে ন্যাটোর সদস্যপদ পেলো সুইডেন বাজারে নেই নতুন দামের সয়াবিন তেল, দাম বেড়েছে সবকিছুর ভারতে পর্যটককে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৮ কার্গো জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩ চলছে কর্মযজ্ঞ, অক্টোবরে শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু আরব আমিরাত ও যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি গার্ডেন থিয়েটার কুমিল্লার একক নাট্য প্রদর্শনী
  • মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

বাংলায় এলিয়েনের কাছে বার্তা পাঠালো নাসা

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২০  

শিরোনাম পড়ে হয়তো নিজেকেই প্রশ্ন করছেন, এলিয়েনদের মধ্যেও কি বাঙালি আছে? হ্যাঁ কিংবা না—যা-ই হোক, বাংলায় এলিয়েনের কাছে বার্তা পাঠিয়েছে নাসা। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থার বিজ্ঞানীরা জানতে চেয়েছেন, ভিন গ্রহবাসী কী বাংলা ভাষা বুঝতে পারবে? তবে এর উত্তর এখনও মিলেনি।
ঘটনাটি ১৯৭৭ সালের। তবে এ বিষয়ে গবেষণা এখনও চলছে। অবশ্য এর আগে এলিয়েনের খোঁজ পেতে মরিয়া বিজ্ঞানীরা। নাসার গবেষকেরা বলেছেন, এ সৌরজগতে আমরাই শুধু নই, আমাদের জানাশোনার বাইরে অন্য কোথাও প্রাণের উদ্ভব ঘটতে পারে। নাসা তা প্রমাণ করার খুব কাছে চলে এসেছে।

অনেকেই এলিয়েনদের খুঁজে পাওয়া কিংবা তাদের সঙ্গে যোগাযোগের বিষয়টি নিছকই বৈজ্ঞানিক কল্পকাহিনির বিষয় বলেই মনে করেন। বিজ্ঞানীরা সে কারণে যত তাড়াতাড়ি সম্ভব মানুষের ভুল ভাঙাতে চাচ্ছেন। মূলত বাংলায় বার্তা পাঠানোটা একটা টোপ ছিল মাত্র। শুধু বাংলা নয়, বিভিন্ন ভাষাভাষী মানুষ ও সংস্কৃতি ও যুগ থেকে নির্বাচিত সংগীত এবং বিশ্বের ৫৫টি ভাষায় সম্বোধন রেকর্ড করা হয়। এর মধ্যে হিন্দি, পাঞ্জাবি, কন্নড, মারাঠি ভাষাও রয়েছে।

এলিয়েনকে পাঠানো ওই বাংলা বার্তায় লেখা ছিল, ‘নমস্কার, বিশ্বে শান্তি হোক’। খাতা-কলমে লেখা ছাড়াও মানুষের হৃৎস্পন্দন, বৃষ্টির শব্দ ও বিভিন্ন যন্ত্রের আওয়াজ রেকর্ড করে পাঠানো হয়। উন্নত মানের অডিও শোনাতে এ পদক্ষেপ নিয়েছে তারা। অনেক সংবাদমাধ্যম জানিয়েছে, তাজমহলসহ উপমহাদেশের বেশ কিছু জনপ্রিয় জায়গার ছবিও তুলে পাঠানো হয়।

প্রয়াত প্রখ্যাত মার্কিন জ্যোতির্বিজ্ঞানী, জনপ্রিয় লেখক কার্ল সেগান এ অভিযানের মূল পরিকল্পনাকারী ছিলেন। তার নেতৃত্বে পাঠানো ভয়েজারে দুটিতে রয়েছে সোনালি চাকতি। বিজ্ঞানীরা এদের গোল্ডেন রেকর্ড বলে ডাকেন। ৩০ সেন্টিমিটার ব্যাসার্ধের এ থালা মূলত সোনায় মোড়ানো কপার নির্মিত ফোনোগ্রাফ। কার্ল সেগানের কথায়, এ মিশনের মাধ্যমে মানব সভ্যতা সম্পর্কে জানতে পারবে এলিয়েনরা। 

১৯৭৭ সালের ২০ আগস্ট ভয়েজার ২ ও ৫ সেপ্টেম্বর ভয়েজার ১ উৎক্ষেপণ করে নাসা। যান দুটি এখন পৃথিবী থেকে এতটাই দূরে, অন্যকোনো যান এগুলোর ধারে-কাছেও নেই। এর মধ্যে ভয়েজার ১ পৃথিবী থেকে এক হাজার ২০০ কোটি মাইল দূরে অবস্থান করছে। এগুলো এখনও বিজ্ঞানীদের নজর এড়ায়নি। যেভাবে গবেষক, বিজ্ঞানী ও উদ্যোক্তারা উঠেপড়ে লেগেছেন এ দশকের মধ্যে লক্ষ্য অর্জন করে ফেলা অসম্ভব বলে মনে হচ্ছে কী? দেখা যাক!