ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

প্রবাসীর স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানি

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০১৯  

নোয়াখালীর চাটখিলে প্রবাসীর স্ত্রীকে মারধর করে গুরুতর জখম, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কোনো পক্ষের কাছেই সুষ্ঠু বিচার পাচ্ছেন না বলেও অভিযোগ তার। বিচারের দাবিতে উম্মে কুলসুম নামে ওই প্রবাসীর স্ত্রী মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, চাটখিল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লামচর গ্রামের বড় সর্দার বাড়ির প্রবাসী শাহ ইউনুছ দিদারের স্ত্রী উম্মে কুলসুম সাথী। গত রোববার সন্ধ্যায় চাটখিল প্রেসক্লাবে এসে সাংবাদিকদের জানান, গত ১১ জানুয়ারি সকালে একই বাড়ির শাহ ইউছুপ হারুন এবং তার স্ত্রী নার্গিস শিমু অতর্কিতভাবে সাথীর ওপর হামলা করে। এক পর্যায়ে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে এবং প্রাণে মারার হুমকি দেয়।

এ ঘটনায় তার চিৎকারে বাড়ির আশপাশের লোকজন এগিয়ে তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলাকারীরা ঘটনার সময় তার গলায় থাকা এক ভরি ওজনের একটি সোনার হার চিনিয়ে নিয়ে যায় এবং সাথীকে শ্লীলতাহানি করে এবং ঘরের জানালার গ্লাস ভাঙচুর করে।
সাথী জানায়, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন শাহ ইউছুপ হারুনকে আটক করে থানায় নিয়ে যায়। থানা থেকে যুবলীগের কতিপয় নেতা স্থানীয়ভাবে মিমাংসা করার প্রতিশ্রুতি দিয়ে তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যায়। কিন্তু তার ওপর হামলা করার কোনো বিচার তিনি পাননি।

এই দিকে সাথী তার নিজের ওপর হামলা এবং শ্লীতাহানির বিচারের দাবিতে গত ২০ জানুয়ারি পৌরসভার মেয়রের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই ব্যাপারে মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারীর সঙ্গে  আলাপ করলে তিনি জানান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে এই ঘটনার বিচারের দায়িত্ব দেওয়া হয়েছে।

এই ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম শামছুদ্দিন জানান, স্থানীয়ভাবে বিচার না পেলে অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।প্রবাসী শাহ ইউনুছ দিদার সৌদি আরব থেকে মুঠোফোনে এই প্রতিবেদকে জানান, তার অনুপস্থিতিতে সন্ত্রাসীরা বিভিন্ন সময় চাঁদার দাবিতে একাধিক বার শারীরিকভাবে তার স্ত্রীকে লাঞ্চিত করেছে। তিনি সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের কাছে এই ঘটনার বিচার দাবি করেন।