ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

জিয়া পরিবারের বলয়ের মধ্যেই ঘুরপাক খাচ্ছে বিএনপি

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২১  

জিয়া পরিবারের দুটি বলয়ের মধ্যেই ঘুরপাক খাচ্ছে বিএনপির রাজনীতি। দলের হাইকমান্ড থেকে তৃণমূল পর্যন্ত আজ দুটি ভাগে বিভক্ত। ফলে নিজেদের মধ্যে গ্রুপিং-কোন্দলে সাম্প্রতিক নির্বাচনগুলোতে ভরাডুবি হয়েছে দলটির।

বিএনপিপন্থী রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা জানান, পরিবারতান্ত্রিক রাজনীতির কারণে বিএনপি আজ সংকটে।

তারা বলেন, বিএনপির দলীয় কার্যক্রমের কেন্দ্রবিন্দু জিয়া পরিবার হলেও আজ তা দুটি ভাগে বিভক্ত। যার একটি ভাগে খালেদা জিয়া, অপর ভাগে রয়েছে তারেক রহমান সমর্থকরা। ফলে দলের কার্যক্রম সীমাবদ্ধ শুধুমাত্র নিজেদের আধিপত্য বিস্তার নিয়েই।

দলীয় সূত্র থেকে জানা গেছে, বিএনপির রাজনৈতিক ক্ষমতা এখন তারেক রহমানের হাতে। তিনি লন্ডনে বসে তার সমর্থকদের দিয়ে দলের সব কার্যক্রম পরিচালনা করছেন। সেখানে বসে তিনি ভার্চুয়াল মাধ্যমে একটি আলাদা বলয় তৈরি করেছেন। ফলে রাজনীতি শূন্য হয়ে আছেন খালেদা জিয়া ও তার সমর্থকরা। তাকে পরিকল্পিতভাবে দলের মধ্যে কোণঠাসা করে রাখা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপিতে একসময়ের প্রভাবশালী এক নেতা বলেন, জিয়া পরিবারে আবদ্ধ বিএনপির রাজনীতি। নেতৃত্বের দ্বন্দ্ব মা-ছেলের মধ্যে হওয়ায় নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন সিনিয়র নেতা বলেন, জিয়া পরিবারের নেতৃত্ব নিয়ে দলের একটি অংশ খালেদা জিয়া ও তার প্রয়াত ছোট ছেলের বউ শর্মিলা রহমান সিঁথিকে নিয়ে, অপর একটি অংশ তারেক রহমান ও জোবায়দা রহমানকে নিয়ে বিভক্ত।

তিনি বলেন, খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন বর্তমান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরদিকে, তারেক রহমানের খুব আস্থাভাজন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যার ফলে মাঝে মধ্যেই একে অপরের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে কথা কাটাকাটি করতে দেখা যায়।