ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

‘জামায়াত স্বাধীনতার শত্রু’ ভিডিও বার্তায় বললেন দলটিরই শীর্ষ নেতা

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ- ৩ (মহেশপুর ও কোটচাঁদপুর) আসনে ধানের শীষ প্রার্থী হয়ে সংসদ সদস্য পদে লড়বেন জামায়াতের নেতা অধ্যপাক ডা. মতিয়ার রহমান। নির্বাচনে ঠিক আগ মুহূর্তে এসে তিনি নিজের এতোদিনের নৈতিক সমর্থিত জামায়াতের করা অপরাধগুলো স্বীকার করেছেন। বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী হলো দেশ, জাতি ও স্বাধীনতার শত্রু’। একইসাথে জামায়াতকে বর্জন করার জন্য দেশবাসীকে আহ্বানও জানিয়েছেন তিনি।

১৯৭১ সালে বাংলাদেশের সাধারণ মানুষের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর সেই নৃশংস হত্যা, লুণ্ঠন, নির্যাতন ও ধর্ষণের মূল সহায়ক ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা সদস্যরা। স্বাধীনতার পর দেশদ্রোহী এই দলটি নিজেদের অস্তিত্ব হারালেও স্বীকার করেনি তাদের অপরাধ।

দেশ বিরোধীদের চক্রান্তে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা পর পাকিস্তানপন্থিদের গড়া আরেক রাজনৈতিক দল বিএনপি পুনরায় জামায়াতকে খাদের কিনারা থেকে তুলে আনে। ’৭১ এর সেই চিহ্নিত রাজাকারদেরই দেশের রাষ্ট্রীয় ক্ষমাতার আসনে বসায় বিএনপি।

স্বাধীনতার ৪৭ বছর পরও নিজেদের নিকৃষ্ট অপরাধের কথাগুলো মানতে নারাজ সেই জামায়াত ও তাদের অনুসারীরা। দলটির মায়ের পেটের ভাই বলে পরিচয় দেয়া বিএনপিও কখনো স্বীকার করেনি মুক্তিযুদ্ধে জামায়াতের স্রষ্টাদের অপরাধ। তবে এতো যুগ পর অন্তত একজন জামায়াতের শীর্ষ নেতা স্বীকার করেছেন নিজেদের সেই অপরাধের কথা।

স্থানীয়দের ভাষায়, রং, তুলিতে আঁকা ছবির মতো ছিমছাম গ্রাম মহেশপুর ও কোটচাঁদপুর। এ আসনটি বরাবরের মতোই স্বাধীনতার স্বপক্ষের মানুষগুলো গুছিয়ে রাখতো। দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে এই অংশটিতে জামায়াত কর্মীরা একের পর এক হামলার মাধ্যমে স্থানীয় জনগণকে পর্যদুস্ত করে ফেলে।

মূলত যুদ্ধাপরাধী ও বিএনপি-জামায়াতের ক্ষমতার মেয়াদে তাদের নেতাকর্মীদের করা দুর্নীতির সাজা বন্ধের দাবিতে ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে দলদুটো। যেখানে নির্বাচনটি বানচালের জন্য ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে পর এখানে ব্যাপক অগ্নিসন্ত্রাস ও সহিংসতা চালায় বিএনপি-জামায়াত কর্মীরা।

জামায়াত রাজনৈতিক সংগঠন হিসেবে অযোগ্য হলেও আসনটিতে জামায়াত নেতা মতিয়ারের অনুসারীরা দমেনি এতটুকুনও। আইনশৃঙ্খলা বাহিনীর চোঁখের আড়ালে থেকে নিজেদের কার্যক্রম চালিয়ে গেছে পুরোদমে।

ধারাবাহিকভাবে নাশকতা, পুলিশের ওপর হামলা ও বিস্ফোরকের সাতটি মামলা হয়েছে মতিয়ারের বিরুদ্ধে। তবে তা সত্তেও আসনটিতে বিএনপিকে ছাপিয়ে ধানের শীষ প্রতীকে জোটের টিকিট পেয়েছে মতিয়ার। তবে ভোটের ঠিক আগ মুহূর্তে এসে তিনি স্বীকার করেই নিলেন যে জামায়াত দেশের স্বাধীনতার শত্রু। যাদের সমর্থন করা জনগণের উচিত হবে না বলে ইঙ্গিত দেন তিনি।

মতিয়ার বলেন, ‘আমি ঝিনাইদহ- ৩ আসনে ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামির মনোনিত সংসদ সদস্য পদ প্রার্থী। আমি আমার অতীতের সকল প্রকার কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামি; দেশ, জাতি ও স্বাধীনতার শত্রু’ আসুন আমরা সবাই মিলে দলটিকে বর্জন করি।’