ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

চাচার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন কলেজছাত্রী

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৪ জুন ২০২১  

জমি নিয়ে বিরোধ। এরই জেরে ভাতিজিকে এসিড নিক্ষেপ করেন চাচা। এছাড়া মারধরসহ বিভিন্ন ধরনের নির্যাতনও করেন। চাচার এসব অনৈতিক কর্মকাণ্ডে পালিয়ে বেড়াচ্ছে ভুক্তভোগীর পুরো পরিবার। নিজের বাড়িঘর থাকতেও ছয় মাস ধরে ভাড়া বাসায় থাকতে হচ্ছে তাদের।

ভুক্তভোগীর বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের কালিকাপুর হেতিমপুর গ্রামে। তিনি স্থানীয় একটি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। অভিযুক্তের নাম মমিন উল্যা। তিনি একই এলাকার বাসিন্দা।

চাচার নির্যাতন সইতে না পেরে পার্শ্ববর্তী মোহাম্মদীয়া বাজার পুলিশ ফাঁড়িতে যান ভুক্তভোগীর মা। কিন্তু কোনো অভিযোগ না নিয়ে লক্ষ্মীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করার পরামর্শ দেন ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন।

স্থানীয়রা জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে হেতিমপুর গ্রামের মমিন উল্যার সঙ্গে তারই আপন ভাইয়ের বিরোধ চলছিল। তবে ১৮ বছর ধরে তার ভাই বিদেশে রয়েছেন। আর এ সুযোগে ভাতিজি কলেজছাত্রীকে মারধরসহ বিভিন্ন ধরনের নির্যাতন করেন মমিন। এমনকি মুখে এসিডও ছুড়ে মারেন। এছাড়া গুম করারও হুমকি দিচ্ছেন। তাই তার ভয়ে ছয় মাস ধরে রামগঞ্জ শহরে একটি বাসা ভাড়া নিয়ে থাকছেন।

ভুক্তভোগী কলেজছাত্রীর মা বলেন, আমার স্বামী ১৮ বছর ধরে বিদেশে রয়েছেন। কলেজ পড়ুয়া দুটি মেয়ে ও ছোট্ট একটি ছেলেকে নিয়ে বাড়িতে ভালোভাবেই দিন কাটাচ্ছিলাম। চলতি বছরের ১২ জানুয়ারি রাতে ১০-১৫ জন মুখোশধারী নিয়ে আমাদের ঘরে ঢোকেন মমিন। এরপর তারা প্রায় ১২ ভরি স্বর্ণ, তিন লাখ টাকা ও আলমারি ভেঙে জমির দলিলপত্র নিয়ে যান। পরে স্থানীয় পুলিশ ফাঁড়িতে গেলে কোনো অভিযোগ না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেন ইনচার্জ আলমগীর।

এরপর থেকেই আমাদের ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন মমিন। আমার ছেলে-মেয়ে বাড়িতে ঢুকতে গেলেই মমিন অকথ্য ভাষায় গালমন্দ করেন। এছাড়া বিভিন্ন ধরনের নির্যাতনে হুমকি দেওয়ায় আমরা পালিয়ে বেড়াচ্ছি।

এ ব্যাপারে অভিযুক্ত মমিন উল্যা বলেন, বাবা জীবিত থাকতে কৌশলে ৭৫ ভাগ সম্পত্তি নিজের নামে করে নেন আমার প্রবাসী ভাই। তাই সম্পত্তি নিয়ে দুজনের মধ্যে কিছুটা বিরোধ রয়েছে। তবে বাকি অভিযোগ সঠিক নয়।

মোহাম্মদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, বিষয়টি আমি জানি না। এসব অভিযোগ নিয়ে কেউ আসেননি।