ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

চাঁদা না ওঠায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান স্থগিত করল বিএনপি

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৫ মার্চ ২০২১  

কাঙ্ক্ষিত অংকের চাঁদা না ওঠায় হঠাৎ করেই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পূর্বঘোষিত সব কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। কিন্তু ঠিক কী কারণে এমনটা হলো, দলের পক্ষ থেকে তা খোলসা করা হয়নি।

এক সংবাদ সম্মেলনে বিএনপি দাবি করেছে, করোনা পরিস্থিতির কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অনুষ্ঠানকে কেন্দ্র করে তারেকের কাঙ্ক্ষিত অংকের চাঁদা না ওঠাতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত পয়লা মার্চ দুপুরে বিএনপির পক্ষ থেকে দলীয় অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করেন। তবে দুঃখজনক হলেও সত্য, ওই দিনের আয়োজিত দলীয় অনুষ্ঠানমালার ব্যানারে প্রতিষ্ঠাতা হিসেবে জিয়াউর রহমানের ছবি থাকলেও কোথাও ছিল না খালেদার নাম বা ছবি।

এ নিয়ে দলের ভেতর গুঞ্জন চাউর হয়। গর্ভধারিণী মাকে কৌশলে মাইনাস করে নিজেই সব ক্ষমতা কুক্ষিগত করছেন বলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ ওঠে। সে কারণে খালেদার ছবি পর্যন্ত ব্যানারে রাখতে দেননি তিনি।

উপরন্তু এ অনুষ্ঠানমালা নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দায়িত্ব দিয়েছিলেন দেশ-বিদেশের বিভিন্ন মহল থেকে মোটা অংকের চাঁদা আদায় করতে। কিন্তু রিজভী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তারেকের কাঙ্ক্ষিত অংকের চাঁদা ওঠেনি। এ খবর লন্ডনে তার কানে পৌঁছাতেই তিনি সিদ্ধান্ত নেন সব অনুষ্ঠান স্থগিতের। পাশাপাশি নির্দেশ দেন করোনার দোহাই দিয়ে মিডিয়ার সামনে সেভাবেই প্রচারণা চালাতে।

সে অনুযায়ী ২৪ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পূর্বঘোষিত সব কর্মসূচি স্থগিত করে বিএনপি।

গতকাল বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপির গঠিত জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে আমরা আমাদের ঘোষিত সব কর্মসূচি স্থগিত করলাম। ৩০ মার্চের পরে পুনরায় এসব কর্মসূচির বিষয়ে জানানো হবে।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুস সালাম, দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নিজের ভাগের টাকা না পেয়ে এর আগেও অনেকবার পূর্বঘোষিত কর্মসূচি ভণ্ডুল করেছেন তারেক রহমান। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান স্থগিতও এর বাইরে কিছু নয়।