ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

কোম্পানীগঞ্জ থানার ওসি`র সাহসিকতায় বেঁচে গেল ৩ টি প্রাণ

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৩ নভেম্বর ২০১৯  

বাংলাদেশ পুলিশের সততায়, বীরত্বপূর্ণ কাজে, দক্ষতায় ও কর্তব্যনিষ্ঠায় অবদান অনেক। সত্যিকারের দায়িত্বশীল ও নিষ্ঠাবান পুলিশ আইন মেনে যেমন পেশাগত দায়িত্ব পালন করেন, তেমনি তাদের অনেকের সততা, নৈতিকতা ও মানবিকতার গল্প মনোমুগ্ধকর।

আমরা নাটক সিনেমাতে দেখে থাকি, কোন এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি হলে বা কেউ বিপদে পড়লে সেখনে একজন সৎ, নির্ভিক, দক্ষ, সাহসী ও মানবিক পুলিশ অফিসার পাঠানো হয়, যিনি অন্যায়ের সঙ্গে আপোষহীন থেকে ওই এলাকার গণমানুষের কাছে দেবদূতের মতো প্রতিভাত হন।

সিনেমার মতো হুবহু না হলেও বাস্তবে বাংলাদেশ পুলিশে এ ধরনের কর্মকর্তার দেখা যায় মাঝে মধ্যে। যে কারনে তারা প্রশংসাও পেয়ে থাকেন। তারা সুযোগ পেলেই অসহায় মানুষের পাশে দাঁড়ান, সহযোগিতা করার সুযোগ খোঁজেন।

এমনই একজন পুলিশ কর্মকর্তা সাহস ও মানবিকতা দেখিয়ে ৩ শিশুর জীবন রক্ষা করে এখন এলাকাবাসীর প্রশংসাবারিতে সিক্ত হচ্ছেন। তিনি আর কেউ নন। নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: আরিফুর রহমান। ১লা নভেম্বর শুক্রবার গভীর রাতে তাঁর সাহসিকতা ও মানবিকতা পূর্ণ একটি কাজ সকলের দৃষ্টি কাঁড়তে সক্ষম হয়েছে। ৩ অবুঝ শিশুকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়ে নিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

ঘটনা সম্পর্কে জানতে উপজেলার মুছাপুর ইউনিয়নের মালেক বাজারের চা দোকানদার কবির ও মুদি দোকানদার জাফরের সাথে আলাপ করলে তারা জানান, শুক্রবার রাত আনুমানিক আড়াইটার সময় আমাদের দোকানে আগুন লেগে জ্বলতে থাকে। এসময় আমরা কেউ দোকানে ছিলাম না। ঘটনার সময় পুলিশের রাত্রিকালীন পাহারা তদারকি করতে আমাদের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)। আগুন দেখে তিনি গাড়ি থেকে নেমে ঘুমিয়ে পড়া নীরব নিস্তব্ধ এলাকাবাসীকে হ্যান্ডমাইক দিয়ে ডেকে জেগে তোলার চেষ্টা করেন।

কয়েকজন গ্রামবাসী ঘটনাস্থলে এলেও জ্বলতে থাকা দোকান দুটিতে গ্যাস সিলিন্ডার থাকায় কেউ সাহস করে কাছে ভিড়ছিলোনা। ইতিমধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকা দোকান দুটি থেকে পাশ্ববর্তী আরেকটি রিক্সা গ্যারেজের দিকে ধাবিত হচ্ছিল। যে ঘরের মধ্যে নূর আলম(৪), শুভ(৮) ও ইসমাইল(১৪) নামে তিনটি অবুঝ শিশু গভীর ঘুমে ঘুমাচ্ছিল। অবস্থা বেগতিক দেখে তিনি স্ব-উদ্যোগে সঙ্গীয় পুলিশ সদস্যদের সহায়তায় তাদের উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। পরবর্তীতে এলাকার লোকজনের সহায়তায় পুলিশ সদস্যরা বালি ও পানি ছিটিয়ে দীর্ঘক্ষনের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। তাঁর এ সাহস ও মানবিকতা দেখে এলাকাবাসী মুগ্ধ হয়ে যান। সকলেই তার প্রশংসা করতে থাকেন।