ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

কাউন্সিলে নারী পদের শর্ত পূরণে নজর আওয়ামী লীগের

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১ জুলাই ২০১৯  

আগামী অক্টোবরেই আওয়ামী লীগের ২১তম কাউন্সিল করার নির্দেশ দিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা। তবে এবারের কাউন্সিলে নারীদের পদে শর্ত পূরণ করতে বেশ নজর দিচ্ছে দলটি। 

আওয়ামী লীগ গণপ্রতিণিধিত্ব ১৯৭২ সালের আদেশ অনুযায়ী ৩৩ শতাংশ নারী বিভিন্ন পদে থাকার কথা থাকলেও গত কাউন্সিলে ১৯ শতাংশ নারীকে বিভিন্ন পদে রাখা হয়। তাই এবারের কাউন্সিলে নারীদের বিভিন্ন পদে রাখার জন্য আলাদা করে পরিকল্পনা করছে দলটি। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

২০১৬ সালের ২০তম কাউন্সিলে নারী পদের শর্ত পূরণ করা না হলেও যেকোনো সময়ের তুলানায় বর্তমানে নারীদের রাজনীতিতে অংশগ্রহণ ও নেতৃত্ব অনেক বেশি। এবারের কাউন্সিলেও নারী নেতৃত্বকে গুরুত্বপূর্ণ পদে রাখা হবে বলে জানিয়েছে সূত্রটি। 

এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজ্জাম্মেল হক বলেন, জাতীয় কাউন্সিলে নারী নেতৃত্ব নিয়ে আলাদা একটি পরিকল্পনা আছে। আরপিও শর্তপূরণে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র আওয়ামী লীগই এগিয়ে আছে। 

দলটি নারী নেতৃত্বে শর্ত পূরণে এখনো পিছিয়ে আছে ১৪ শতাংশ। বর্তমান কমিটিতে নারী নেত্রীর সংখ্যা মাত্র ১৫ জন। দলের সভাপতি শেখ হাসিনা এবং ১৪ সদস্যের সভাপতিমণ্ডলির মধ্যে রয়েছেন তিন জন। ৩১টি সম্পাদকীয় পদের মধ্যে আছেন পাঁচজন। এছাড়া ২৮টি সদস্য পদের মধ্যে পাঁচজনকে সদস্য পদে রাখা হয়েছে। 

২০১৬ সালের আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে নারী পদের শর্ত পূরণ না করা হলেও ৮১ সদস্য কমিটির মধ্যে ১৫ জন নারীকে বিভিন্ন পদে রাখা হয়। আরপিও শর্ত অনুযায়ী যেখানে থাকার কথা ১৯ শতাংশ। 

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি বলেন, শুধু শর্তপূরণ করলে হবে না, দক্ষ নারী নেত্রী হতে হবে। শেখ হাসিনার প্রতি আমাদের সেই বিশ্বাস আছে। যে দক্ষ এবং যাকে যে পদে রাখার প্রয়োজন মনে করেন তাকে সেই পদ দেন। 

তিনি আরো বলেন, বাংলাদেশের ইতিহাসে একমাত্র আওয়ামী লীগ আরপিও আদেশ অনুযায়ী কাজ করে যাচ্ছে। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সব রাজনৈতিক দলগুলোকে আরপিও শর্ত মানতে হবে। তবে এবার কাউন্সিলে নারী নেতৃত্বর সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশা ব্যক্ত করেন তিনি।