ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

এম.পি সেলিনা ইসলাম মহাদুর্যোগেও ছাড়েননি জনতাকে

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৮ মে ২০২০  

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে মন্ত্রী, সংসদ সদস্য রাজনীতিবিদ, বিভিন্ন জনপ্রতিনিধিসহ সমাজের বিত্তশালীরা দেশব্যাপী অসহায় মানুষের পাশে দাড়ান। অনেকে বেশি বেশি ঘোষণা দিয়েও সামান্য সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। সারাদেশে বিরামহীনভাবে অসহায় মানুষের পাশে সার্বক্ষণিক অবস্থান করে মানবসেবার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাংলাদেশের অন্যতম দানবীর ও মানবতার প্রতীক হিসেবে খ্যাত মিসেস সেলিনা ইসলাম সিআইপি। সেলিনা ইসলাম বাংলাদেশের মানবিক রাজনীতির অন্যতম প্রবর্তক, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সহধর্মিনী।

করোনা আক্রান্তের দুই মাস পেরিয়ে গেলেও জেলার চারটি নির্বাচনী এলাকার মধ্যে একমাত্র লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসন ছাড়া অন্যান্য আসনের সাংসদদের পক্ষ থেকে সামান্য ত্রাণ বিতরণ করে শুরুতে ফটোসেশন করলেও এখন আর কাউকে লক্ষ্মীপুরে দেখা যাচ্ছে না। সংসদ সদস্য তো দূরের কথা তাদের প্রতিনিধিদেরকেও খুঁজে পাচ্ছে না এলাকাবাসী। রায়পুর আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল লকডাউনের কারণে কুয়েতে স্থল আকাশ ও জলপথ বন্ধ থাকায় তিনি বাংলাদেশে আসতে না পারলেও তার সহধর্মিনী সেলিনা ইসলাম এমপি বিরামহীনভাবে নির্বাচনী এলাকার এপ্রান্ত থেকে ওপ্রান্তে সাধারণ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন। পাপুল এমপির নির্দেশে এবং তার ব্যক্তিগত অর্থায়নে তার সহধর্মিনী মিসেস সেলিনা ইসলাম এমপি ইতিমধ্যে ৫০ হাজার লোককে খাদ্য সহায়তা প্রদান করেছেন এবং ঈদ উপহার বিতরণ করে যাচ্ছেন।

করোনার এই মহাদুর্যোগে অনেকেই নিরাপদ দূরত্বে চলে গেলেও সাধারণ মানুষের মাঝে রয়ে গেছেন সেলিনা ইসলাম এমপি। সকাল থেকে সন্ধ্যা অবধি রায়পুরের আনাচে-কানাচে মমতাময়ী মায়ের মত অতি সাধারণের খোঁজ-খবর নিচ্ছেন এবং খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। করোনার ভয়কে পিছনে ফেলে মানুষের ভালোবাসায় সেলিনা ইসলামের এই পথচলা। স্বামী কাজী শহিদুল ইসলাম পাপুল এমপির নির্দেশে মানবিক সহায়তা শুধু লক্ষ্মীপুর নয় সারা বাংলাদেশের এক বিরল ঘটনা। মিসেস সেলিনা ইসলাম সিআইপি শুধু লক্ষ্মীপুর নয় কুমিল্লার মেঘনা উপজেলায়ও করোনার এ দূর্যোগকালীন সময়ে হাজার হাজার লোককে খাদ্য সহায়তা দিয়ে আসছেন।

সকালে মেঘনা হলে বিকেলে রায়পুর, আবার দুপুরে রায়পুর হলে রাত্রে মেঘনা। এভাবেই অসহায় মানুষের পিছনে সেলিনার বিরামহীন পথ চলা। একজন নারী, মহিলা সাংসদ হয়েও তৃণমূলের মানুষের কাছে সাহায্য সামগ্রী পৌঁছে দিয়ে আসছেন সেলিনা ইসলাম। ওনার গাড়ি বহর যাওয়ার সময় পথে বৃদ্ধ পথচারীকে দেখে গাড়ি থামিয়ে তার সাথে কুশল বিনিময় করে এবং তাকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী দিয়ে সহযোগীতা করেন। যাত্রাপথে স্কুলগামী ছোট ছোট বাচ্চাদের দেখে উনি গাড়ি থামিয়ে তাদের সাথে হাস্যোজ্জ্বলভাবে ছবি তুলেছেন এবং তাদের উপহার সামগ্রী দিয়েছেন। রায়পুরের দূর-দুরান্তের কোন কঠিন রোগে অসুস্থ রোগী আছে শুনে নিজে স্ব-শরীরে ছুটে গেছেন।

আর্থিকভাবে সহযোগীতা করেছেন। ঝড় ঝাপটা পেরিয়ে নিজের পরিবারের কথা চিন্তা না করে মানুষের কল্যাণে ছুটে চলেছেন তিনি। ব্যক্তি সেলিনা ইসলাম কখনো কোন বির্তক কিংবা আতঙ্ককে কর্নপাত না করে এই করোনাকালেও সগর্বে ছুটে চলেছেন মানুষের বিপদে। একজন সেলিনা ইসলাম এমপির জন্য দেশবাসীর গর্ব করা উচিত। যার কাছে রাজনীতি মানে মানবতা, আর মানবতাই জীবন। মানবতার এই কান্ডারীকে নিশ্চয়ই পুরষ্কৃত করবেন জননেত্রী শেখ হাসিনা এ প্রত্যাশা সাধারণ মানুষের।