ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

অপর্যাপ্ত ঘুম যেসব কঠিন রোগের কারণ

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২০  

প্রত্যেক মানুষেরই বয়সভেদে নির্দিষ্ট অনুপাতে ঘুম প্রয়োজন। অনেকেরই ধারণা দিনে আট ঘণ্টা ঘুমই যথেষ্ট, তবে তা কিন্তু প্রত্যেকের জন্য নয়। প্রকৃতপক্ষে বয়স অনুযায়ী পর্যাপ্ত ঘুমের পরিমাণও ভিন্ন। জেনে নিন বয়সভেদে ঠিক কতটুকু ঘুম প্রয়োজন-

০-৩ মাস : ১৪-১৭ ঘণ্টা

৪-১১ মাস : ১২-১৫ ঘণ্টা

১-২ বছর : ১১-১৪ ঘণ্টা

৩-৫ বছর : ১০-১৩ ঘণ্টা

৬-১৩ বছর : ৯-১১ ঘণ্টা

১৪-১৭ বছর : ৮-১০ ঘণ্টা

১৮-৬৪ বছর : ৭-৯ ঘণ্টা

৬৫+ বছর : ৭-৮ ঘণ্টা

ঘুম কম হলে তার প্রভাব পড়ে শরীরে। এজন্য অনেকের মেজাজ সবসময় খিটখিটে থাকে। এমনকি অনিদ্রার ফলে স্বাস্থ্যের বিভিন্ন ক্ষতি হয়ে থাকে-

চিন্তাশক্তি কমে যায়

 

 

প্রয়োজনের চেয়ে কম ঘুম কর্মক্ষমতা কমিয়ে দেয়। পাশাপাশি সামাজিক সম্পর্কে প্রভাব ফেলে। আর এ কারণেই মানসিক সমস্যা বাড়তে থাকে। অনিদ্রার ফলে সারাদিন ক্লান্তিভাব, অনিয়ন্ত্রিত আবেগ ও অহেতুক উদ্বেগের জন্য দায়ী।  

মনোযোগের কমায়

কম ঘুম আমাদের স্মৃতিশক্তিতে দুইভাবে প্রভাব ফেলে। প্রথমত, কোনো কাজে মনোযোগ দেয়ার ক্ষমতা হারিয়ে যায় ও শেখার চেষ্টা কমে যায়। দ্বিতীয়ত, ঘুমের সময় মস্তিষ্ক ব্যস্ত থাকে স্মৃতি একীভূতকরণে। তাই কম ঘুমের ফলে বিচ্ছিন্ন কিছু স্মৃতি মস্তিষ্ক থেকে মুছে যায়। 

ত্বকের লাবণ্যতা কমে

ধারাবাহিকভাবে ঘুমের অভাব হলে ত্বকের উজ্জ্বলতা কমে যায়, চেহারায় ফুটে ওঠে বয়সের ছাপ। কারণ ঘুমের সময় শরীর তার মৃত কোষগুলোকে সরিয়ে নতুন কোষের সংস্থাপন করে। সঠিক পরিমাণ ঘুম শরীরের ৬০ শতাংশ ক্ষতিকর পদার্থ অপসারণে সাহায্য করে। এছাড়াও কম ঘুম শরীরে গ্রোথ হরমোনের নিঃসরণও কমিয়ে দেয় ও শরীর ধীরে ধীরে দূর্বল হয়ে পড়ে।

ওজন বাড়ার কারণ

 

 

বেশি ঘুমালে ওজন বাড়ে, তা সবার জানা। তাই অনেকেরই ধারণা হয়ত কম ঘুমালে নিশ্চয়ই ওজন কমে? কিন্তু সঠিক উত্তর ঠিক এর উল্টো। ঘুমের অভাব আমাদের ক্ষুধার পরিমাণ বাড়িয়ে দেয়। গবেষণা মতে, যারা দিনে ছয় ঘণ্টারও কম ঘুমায় তাদের থেকে যারা দিনে সাত থেকে নয় ঘণ্টা ঘুমায় তাদের ওজন বাড়ার সম্ভাবনা অন্তত ৩০ শতাংশ বেশি।

দুশ্চিন্তার কারণ

অপর্যাপ্ত ঘুম ডিপ্রেশন বাড়িয়ে দেয়। গবেষণায় উঠে এসেছে, বেশিরভাগ হতাশাগ্রস্থ মানুষ ছয় ঘণ্টার কম ঘুমায়। আর ডিপ্রেশন থেকেই ‘ইনসোমেনিয়া’ বা অনিদ্রার সমস্যা দেখা দেয়। 

প্রজনন ক্ষমতা কমে যায়

একটানা ঘুমের অভাব দেহে হরমোনের ভারসাম্যে ব্যাঘাত ঘটায়। অনিয়মিত ঘুম পুরুষ দেহে টেস্টোস্টেরনের ক্ষরণ কমায়, যা প্রজনন ক্ষমতায় প্রভাব ফেলে। আর নারী দেহে ঘুমের অপ্রতুলতা শরীরের জৈবিক ছন্দ ব্যাহত করে। হরমোন ভারসাম্যে ব্যাঘাত ঘটায় ও যৌন তাড়না কমায়। 

হৃদরোগের কারণ

স্বল্প ঘুমের অর্থ হচ্ছে শরীর তার পর্যাপ্ত বিশ্রামটুকু পাচ্ছে না। বিশ্রামহীন শরীরকে দীর্ঘক্ষণ কর্মক্ষম রাখতে প্রাকৃতিকভাবেই বিশেষ কিছু রাসায়নিকের নিঃসরণ ঘটে। এতে করে সাময়িকভাবে হৃদকম্পন ও ব্লাড প্রেসার কমে যায়। তবে নিয়মিত এমন ঘটতে থাকলে হৃদকম্পন ও ব্লাড প্রেসার বৃদ্ধির পাশাপাশি হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া শরীরে ইনসুলিন প্রতিরোধ বেড়ে যায়, যা ডায়াবেটিস ও হার্টের বিভিন্ন রোগের কারণ।

ক্যান্সারের সম্ভাবনা বাড়ায়

অপর্যাপ্ত ঘুম ও ক্যান্সারের মধ্যে সূত্র খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। বিশেষ করে স্তন, প্রস্টেট ও কলোরেক্টাল ক্যান্সারের সঙ্গে। মূলত ঘুম স্বল্পতা যে কোনো ক্যান্সারের সম্ভাবনাই বাড়িয়ে দেয়। পর্যাপ্ত ঘুম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ও আরোগ্য লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া ঘুমের সময় শরীরে মেলাটোনিন হরমোন নিঃসরণ হয় যা কোষক্ষয়ের সম্ভাবনা কমিয়ে দেয়।

দুর্ঘটনার আশঙ্কা বাড়ে

 

 

তন্দ্রাভাবের কারণেই বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। গাড়ি চালানোর সময় অনেক ড্রাইভারই এই তন্দ্রাচ্ছন্ন থাকেন! আর এ কারণেই তারা দুর্ঘটনার সময় গাড়ি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়ে থাকেন। 

গবেষণায় দেখা গেছে, পৃথিবীর ২৫ শতাংশ মানুষ কোনো না কোনো ঘুমের ব্যাধিতে আক্রান্ত। কারো ক্ষেত্রে তা বড় সমস্যার কারণ হলেও অন্যরা বিষয়টি সম্পূর্ণ অবহেলা করে। হয়ত আমাদের শরীরে বাসা বাধা বড় রোগটির নেপথ্যেও যে অপর্যাপ্ত ঘুমই দায়ী তা অনেকেরই অজানা।