ব্রেকিং:
পূর্বাঞ্চলে রেলের ক্ষতি প্রায় ২২ কোটি টাকা ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার ভাষা নেই: প্রধানমন্ত্রী আঘাত আসবে এমন আশঙ্কা ছিল: প্রধানমন্ত্রী বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে চলবে ট্রেন সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে: সেনাপ্রধান কোটা সংস্কার আন্দোলনের প্রতি জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক সমর্থন কমপ্লিট শাটডাউনেও চলবে মেট্রোরেল বাংলাদেশে শিক্ষার্থীদের প্রতি বেআইনি শক্তি প্রয়োগ করা হয়েছে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি আজ বাংলা ব্লকেড বা শাটডাউন ফেনীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ২০ ছাত্রলীগ থেকে পদত্যাগ করলেন আরেক নেতা, লিখলেন ‘আর পারলাম না নোয়াখালীতে যুবদল-ছাত্রদলের ৫ নেতা গ্রেফতার তিস্তায় ভেসে আসা সেই মরদেহ ভারতের সাবেক মন্ত্রীর সারা দেশে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশনা বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের ভেতরে হামলা চীন-বাংলাদেশ বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গিকার দেশে নেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীর, পালিয়েছেন যে রাষ্ট্রে
  • শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান: প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজ সাজ রব

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৫ জুলাই ২০২৪  

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপ্তি টানা হয়েছে। সেতুতে যান চলাচল আগেই চালু হলেও নদীশাসনের কাজ বাকি ছিল। এতে প্রকল্পের মেয়াদ আরো এক বছর বাড়ে। গত ৩০ জুন প্রকল্পের সর্বশেষ মেয়াদ শেষ হয়। নতুন করে মেয়াদ না বাড়ায় প্রকল্পের ইতি টানে সরকার। ১৯৯৮-৯৯ সালে শুরু হওয়া প্রকল্পের যাত্রা থামল ২৬ বছর পর।

প্রকল্পের সমাপনী উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সেতু বিভাগ। সমাবেশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন  হয়েছে। আজ শুক্রবার (৫ জুলাই) মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই মধ্যে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাওয়ায় পদ্মা সেতু টোল প্লাজার কাছে পদ্মা উত্তর থানার পশ্চিমে সমাবেশের মঞ্চ তৈরি সম্পন্ন হয়েছে। মঞ্চের পেছনে স্ক্রিনে বৃত্তাকার একটি অংশে পদ্মা সেতু, সুধী সমাবেশ ও প্রধানমন্ত্রীর নাম রয়েছে। আর বৃত্তাকার অংশের দুই পাশে পদ্মা সেতুর মনোরম দৃশ্য রাখা হয়েছে। সব মিলিয়ে সমাবেশের জন্য মঞ্চ এখন প্রস্তুত।

অনুষ্ঠানের কর্মসূচি অনুযায়ী, আজ বিকেল ৩টায় অতিথিরা আসন গ্রহণ করবেন, বিকেল ৪টায় মাওয়া প্রান্তে প্রধানমন্ত্রীর আগমন, ৪টা ১ মিনিটে সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মনজুর হোসেন বক্তব দেবেন, বিকেল ৪টা ৫ মিনিটে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। বিকেল ৪টা ১৫ মিনিটে প্রকল্প সমাপনী উপস্থাপনা করবেন প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম। বিকেল ৪টা ২০ মিনিটে অনুষ্ঠানের সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য দিবেন। সব শেষে বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে প্রধান অতিথি হিসেবে সমাপনী ভাষণ দেবেন।

মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, ‘সুধী সমাবেশের মাধ্যমে প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের বিদায় জানানো হবে। অনুষ্ঠানটি সুধী সমাবেশ হওয়ায় এখানে আমাদের সব নেতাকর্মীর যাওয়ার সুযোগ নেই। পদ্মা সেতু যেহেতু লৌহজংয়ে, তাই শুধু লৌহজং উপজেলা আওয়ামী লীগ মাওয়ার রাস্তার দুই পাশে ৫০ হাজার লোক সমাগম করবে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে।’

 

২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুতে যান চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর পর থেকে গত দুই বছর সেতুর ওপর দিয়ে এক কোটি ২৭ লাখ যানবাহন পারাপার হয়েছে। গত ২৯ জুন পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে এক হাজার ৬৬১ কোটি টাকা। প্রতিদিন গড়ে ১৯ হাজার যান চলাচল করেছে এই সেতুতে। দৈনিক গড়ে দুই কোটি ৩০ লাখ টাকার টোল আদায় হয়েছে বলেও মন্ত্রিপরিষদের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মাহমুদুল হোসাইন খান জানিয়েছেন।