ব্রেকিং:
পূর্বাঞ্চলে রেলের ক্ষতি প্রায় ২২ কোটি টাকা ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার ভাষা নেই: প্রধানমন্ত্রী আঘাত আসবে এমন আশঙ্কা ছিল: প্রধানমন্ত্রী বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে চলবে ট্রেন সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে: সেনাপ্রধান কোটা সংস্কার আন্দোলনের প্রতি জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক সমর্থন কমপ্লিট শাটডাউনেও চলবে মেট্রোরেল বাংলাদেশে শিক্ষার্থীদের প্রতি বেআইনি শক্তি প্রয়োগ করা হয়েছে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি আজ বাংলা ব্লকেড বা শাটডাউন ফেনীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ২০ ছাত্রলীগ থেকে পদত্যাগ করলেন আরেক নেতা, লিখলেন ‘আর পারলাম না নোয়াখালীতে যুবদল-ছাত্রদলের ৫ নেতা গ্রেফতার তিস্তায় ভেসে আসা সেই মরদেহ ভারতের সাবেক মন্ত্রীর সারা দেশে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশনা বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের ভেতরে হামলা চীন-বাংলাদেশ বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গিকার দেশে নেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীর, পালিয়েছেন যে রাষ্ট্রে
  • শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মেট্রোরেলের ভাড়া এ মাসে বাড়ছে না

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৫ জুলাই ২০২৪  

মেট্রোরেলের ভাড়ার সঙ্গে ভ্যাট যোগ হওয়ার বিষয়ে সরকার একটি কারিগরি কমিটি গঠন করেছে।

এ কমিটির প্রতিবেদন না দেওয়া পর্যন্ত মেট্রোরেলের ভাড়া বাড়ছে না।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আক্তারের নেতৃত্বে গঠিত কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী বৃহস্পতিবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

সচিব এবিএম আমিন উল্লাহ নূরীর সভাপতিত্বে আজ এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভায় অন্যান্যদের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড, অর্থ বিভাগ এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রতিনিধিরা অংশ নেন।

জাতীয় রাজও বোর্ড (এনবিআর) মেট্রোরেল সেবার জন্য ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতির সুবিধা এ বছরের ৩০ জুনের পর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। এতে মেট্রোর ভাড়া বাড়ানো হবে কি না, তা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হলে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।

২০২২ সালের ডিসেম্বরে মেট্রোরেল চালু হওয়ার পর থেকে যে কর ছাড় দেওয়া হচ্ছিল, এ বছরের এপ্রিলে তা বাতিলের সিদ্ধান্ত নেয় এনবিআর।

কিন্তু ডিএমটিসিএল, সড়ক বিভাগ এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এনবিআরকে চিঠি দেয়। কিন্তু এনবিআর কর অব্যাহতি আদেশের মেয়াদ বাড়ায়নি। এর অর্থ হলো ১ জুলাই থেকে মেট্রোরেলের ভাড়ার ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে।

এ পরিস্থিতিতে আজকের বৈঠকে পুরো বিষয়টি দেখার জন্য কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে জানান এবিএম আমিন উল্লাহ নূরী।

তিনি বলেন, 'কমিটিতে এনবিআর, অর্থ বিভাগ, ডিএমটিসিএল, সড়ক বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রতিনিধি থাকবেন।'

'মেট্রোরেল সেবার ওপর ভ্যাট আরোপ করা হবে কিনা এবং যদি আরোপ করা হয়, কীভাবে ভ্যাট আদায় করা হবে, এই কমিটি এসবের সুপারিশ করবে,' বলেন তিনি।

কমিটির প্রতিবেদন পাওয়ার পর তারা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।