ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাতে লাশ হলেন ছোট ভাই

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২২ জুন ২০২৪  

জায়গা জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে খুনের অভিযোগ ওঠেছে। শুক্রবার রাত ১টার দিকে ফেনী সদর উপজেলার মোটবী ইউপির পূর্ব কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিজাম উদ্দিন ইউপির পূর্ব কচুয়া গ্রামের আহসান উল্ল্যাহর ছেলে। ঘাতক আলম নিজামের আপন বড় ভাই।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বড় ভাই আলমের বিরোধ চলে আসছিল। এরইমধ্যে স্থানীয়ভাবে বৈঠকের মাধ্যমে মীমাংসাও করা হয়েছিল। কিন্তু বড় ভাই আলম তাতেও ক্ষান্ত হননি। শুক্রবার রাতে ফেনী থেকে ফেরার পথে বাড়ির কাছাকাছি গেলে আলম ছোট ভাই নিজামের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন। পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করে সেখানে ঝোপের মধ্যে লুকিয়ে রাখেন। খবর পেয়ে ভোরে ঘটনাস্থল থেকে নিজামের লাশ উদ্ধার করে পুলিশ।  

নিহতের মেয়ে বলেন, ‘আমরা ফেনীতে একটি ভাড়া বাসায় থাকি। বাড়িতে দাদুকে দেখতে গিয়েছিলাম। সেজন্য বাবা রাতে ফেনী থেকে বাড়ি ফিরছিলেন। রাত ৯টার পর থেকে বাবার আর খোঁজ পাইনি। আমার আপন জ্যাঠা বাবাকে হত্যা করেছে। ঘটনার পর থেকে তিনি ঘরে তালা দিয়ে পালিয়ে গেছেন। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।’

মোটবী ইউপি ইউপি সদস্য মো. কামাল উদ্দিন বলেন, তাদের দুই ভাইয়ের মধ্যে অনেক বছর ধরে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সামাজিকভাবে বসে বিষয়টি মীমাংসাও করা হয়েছিল। সর্বশেষ গত ১০ মাসের মধ্যে কোনো ঝামেলার কথা শুনিনি। শনিবার ভোরে নিজামের লাশ উদ্ধার করা হয়। 

ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।