ব্রেকিং:
পূর্বাঞ্চলে রেলের ক্ষতি প্রায় ২২ কোটি টাকা ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার ভাষা নেই: প্রধানমন্ত্রী আঘাত আসবে এমন আশঙ্কা ছিল: প্রধানমন্ত্রী বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে চলবে ট্রেন সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে: সেনাপ্রধান কোটা সংস্কার আন্দোলনের প্রতি জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক সমর্থন কমপ্লিট শাটডাউনেও চলবে মেট্রোরেল বাংলাদেশে শিক্ষার্থীদের প্রতি বেআইনি শক্তি প্রয়োগ করা হয়েছে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি আজ বাংলা ব্লকেড বা শাটডাউন ফেনীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ২০ ছাত্রলীগ থেকে পদত্যাগ করলেন আরেক নেতা, লিখলেন ‘আর পারলাম না নোয়াখালীতে যুবদল-ছাত্রদলের ৫ নেতা গ্রেফতার তিস্তায় ভেসে আসা সেই মরদেহ ভারতের সাবেক মন্ত্রীর সারা দেশে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশনা বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের ভেতরে হামলা চীন-বাংলাদেশ বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গিকার দেশে নেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীর, পালিয়েছেন যে রাষ্ট্রে
  • শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

এমপি বাহারের বক্তব্য প্রধানমন্ত্রী দেখছেন গভীর উদ্বেগের সঙ্গে

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩  

কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের ‘মদমুক্ত পূজা আয়োজনের’ বক্তব্যটি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গভীর উদ্বেগের সঙ্গে দেখছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এমপি বাহারের বক্তব্যের বিষয়টি ‘খতিয়ে দেখা হচ্ছে’ জানিয়ে তিনি বলেন, কুমিল্লার এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবগত রয়েছেন এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রী নিজেই অত্যন্ত উদ্বেগের সাথে বিষয়টা খোঁজখবর নিয়েছেন। তার বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে কুমিল্লার এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের হিন্দু ধর্মাবলম্বীদের ‘মদমুক্ত পূজা’ উদযাপনের বিষয়ে তিনি এ বক্তব্য দেন।
কুমিল্লার সহিংসতার ঘটনাটি দলের গোচরে এসেছে উল্লেখ করে এসময় ওবায়দুল কাদের বলেন, ‘দলীয়ভাবে এটা আমাদের গোচরে এসেছে। আমরা বিষয়টি ওয়াকিবহাল এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রী নিজেই অত্যন্ত উদ্বেগের সাথে বিষয়টা খোঁজখবর নিয়েছেন। আমাদের দল থেকে গোটা ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে। সময় মতো অবশ্যই যদি কেউ অপকর্ম করে থাকে এবং তার উপর অর্পিত যে দায়িত্ব, আওয়ামী লীগের যে শাশ্বত চেতনাÑ এর বিরুদ্ধে কেউ কোনো কাজ করে থাকলে সেটা অবশ্যই আমাদের এখানে ডিসিপ্লিনারি অ্যাকশানের আওতায় পড়বে। কেউ অপকর্ম করলে সাংগঠিনক ব্যবস্থা নেয়া হবে। ’
দুর্গাপূজা চলাকালে হিন্দুদের পূজাম-প, বাড়িঘরের পাহারা দিতে সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেন ওবায়দুল কাদের।  ওবায়দুল কাদের বলেন, ‘ভোটের সময় হিন্দুরা না হলে আমাদের চলে না, কিন্তু হিন্দুরা যখন বিপদে পড়বে, তখন আমরা তাদের পাশে থাকি না। এটা তো সাম্প্রদায়িক সম্প্রীতি না। আমার ভোটের সময় তাদের প্রয়োজন অথচ তাদের জীবনযাপনে তাদের ধর্মীয় পালনে আমাদের সহযোগিতা থেকে বঞ্চিত হবে, যারা ঘটনা ঘটায় তারা দুর্বৃত্ত। আমি এদের হিন্দু-মুসলমান বুঝি না। এদের পরিচয় এরা দুর্বৃত্ত। এই দুর্বৃত্ত মুসলমানদের মধ্যে নেই বলার উপায় নেই।’
প্রসঙ্গত, গত ৪ অক্টোবর কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি উপলক্ষে আয়োজিত এক সভায় হিন্দু ধর্মাবলম্বীদেরকে ‘মদ খেয়ে ম-পে নাচানাচি না করে মদকমুক্ত পূজা’ আয়োজনের আহবান করেন সদর আসনের এমপি বাহাউদ্দিন বাহার। এ সময় তিনি বলেন, ‘পূজা চলাকালে মদ খেয়ে নাচানাচি বন্ধ করতে হবে। সারারাত নাচানাচি করে সকালে ঘুমিয়ে থাকলে চলবে না। ম-পে লিখে দিবেন ‘মাদকমুক্ত পূজা’। মদমুক্ত পূজা করলে পূজার সংখ্যা কমবে, কুমিল্লায় এত ম-প হবে না।’