ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ফেনসিডিল মামলায় যুবকের ৮ বছরের কারাদণ্ড

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৩০ মে ২০২৩  

ফেনীতে ২০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় আলা উদ্দিন নামে এক যুবককে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 

রোববার ফেনীর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফের আদালতে এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণাকালে আসামি মো. আলা উদ্দিন পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আলা উদ্দিন ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামের পাটোয়ারী বাড়ির আমীর হোসেনের ছেলে।

জানা যায়, ২০১২ সালের ২৭ জানুয়ারি রাত ৮টার দিকে ফেনী শহরের জেলা কারাগার সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ আলা উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। ঐ রাতেই এ ঘটনায় ফেনী মডেল থানার এএসআই মো. আক্তার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রোববার রায় ঘোষণা করা হয়। রায়ে একমাত্র আসামি মো. আলা উদ্দিনকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

আদালতের রাস্ট্র পক্ষের আইনজীবী দিজেন্দ্র কুমার কংশ বণিক জানান, রায় ঘোষণার আগেই আসামি আলা উদ্দিন জামিনে গিয়ে আত্মগোপনে চলে যায়। তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দণ্ড ঘোষণা করেন।