ব্রেকিং:
১০০ কোটি টাকার তহবিল গঠন করবে সরকার সংকট উত্তরণের বাজেট বিমানে মন্ত্রী-সচিবদের প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ স্থগিত পিপিপি’র পাইপলাইনে নতুন ১৩ মেগা প্রকল্প সরকারের পদক্ষেপে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি রোধ হয়েছে প্যানেল স্পিকার হলেন কুমিল্লার প্রাণ গোপাল দত্ত ও আঞ্জুম সুলতানা বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আরও বিনিয়োগ করুন সরকারের ঋণ কমেছে ২৩ হাজার কোটি টাকা জাতীয় গ্রিডে যুক্ত হলো দেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৩০ জেলে আটক চাটখিলে সরকারি সহায়তা পেল ৭১ পরিবার সুবর্ণচরে বিস্ফোরক মামলায় যুবদল নেতা কারাগারে হাতিয়ায় ৯ মণ সামুদ্রিক মাছসহ ৩০ জেলে আটক রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো গৃহবধূর ফেনসিডিল মামলায় যুবকের ৮ বছরের কারাদণ্ড ল্যাব ফাউন্ডেশন কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখার কমিটি নাঙ্গলকোটে সুইপারের লাশ উদ্ধার কুবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে অভিমানে জঙ্গলে ১৭ বছর মুক্তিযুদ্ধে ভিপি শাহআলমের অবদান স্মরণীয় হয়ে থাকবে
  • শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৮ ১৪৩০

  • || ১১ জ্বিলকদ ১৪৪৪

চাঁদপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় চাঁদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান তার বক্তব্যে বলেন, চাঁদপুরে ভূমি সেবা সপ্তাহ ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত। এ ভূমি সেবা সাধারণ জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা সম্পর্কে মানুষকে অবহিত করা ও নাগরিক অধিকার নিয়ে সচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে সপ্তাহ ব্যাপী এই কর্মসূচি অব্যাহত থাকবে। এটা জনসাধারনকে অবগত করতে হবে, ভূমি সেবাগুলো জনসাধারণের মাঝে বেশি বেশি করে প্রচার করতে হবে।

ভূমি মালিকরা ভূমি সংক্রান্ত সব সেবা অনলাইনে গ্রহন করতে পারবেন। ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারের সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য। এছাড়া, ভূমিসেবা সপ্তাহকালীন বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু ভূমিসেবা প্রদান করা হবে।

তিনি বলেন, প্রত্যেকজন ভূমি মালিকের আলাদা একাউন্ট থাকবে, ঘরে বসে যে কেউ অনলাইনে আবেদন করতে পারবে, আবেদন করলে নকল কপি সাথে সাথে বের করা যাবে, গ্রাহকদের পোস্ট অফিসের মাধ্যমে সেবা পৌঁছে যাবে , নাম-জারি করার মাধ্যমে জমির মালিক সংশোধন হয়, নাম জারি না করলে খতিয়ানে জমি থেকে যাবে, জমি কয় কললে অবশ্যই নাম জারি করতে হবে, মালিকানা নিয়ে বিভিন্ন ধরনের মামলা ও জটিলতার সৃষ্টি হবে, আমাদেরকে একটু সচেতন হতে হবে, মামলা মোকদ্দমা পারিবারিক দূর করতে হলে অবশ্যই জমির নাম জারি করা প্রয়োজন রয়েছে, সকল ভূমি অফিসে একযোগে সকল সেবা দেওয়া হচ্ছে হয়রানী মুক্ত নাগরিক সেবা প্রদানের জন্য, সরকার ভূমি সেবা চালু করেছে।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাম্মদ রাশেদা আক্তার, চাঁদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি অধ্যক্ষ ড. ইঞ্জিয়ার মোঃ শাখাওয়াত আলী, চাঁদপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্ল্যাহ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্ল্যাহ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, কবি ও চিকিৎসক পীযুষ কান্তি ভড়ুয়া। এ সময় বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।