ব্রেকিং:
পূর্বাঞ্চলে রেলের ক্ষতি প্রায় ২২ কোটি টাকা ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার ভাষা নেই: প্রধানমন্ত্রী আঘাত আসবে এমন আশঙ্কা ছিল: প্রধানমন্ত্রী বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে চলবে ট্রেন সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে: সেনাপ্রধান কোটা সংস্কার আন্দোলনের প্রতি জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক সমর্থন কমপ্লিট শাটডাউনেও চলবে মেট্রোরেল বাংলাদেশে শিক্ষার্থীদের প্রতি বেআইনি শক্তি প্রয়োগ করা হয়েছে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি আজ বাংলা ব্লকেড বা শাটডাউন ফেনীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ২০ ছাত্রলীগ থেকে পদত্যাগ করলেন আরেক নেতা, লিখলেন ‘আর পারলাম না নোয়াখালীতে যুবদল-ছাত্রদলের ৫ নেতা গ্রেফতার তিস্তায় ভেসে আসা সেই মরদেহ ভারতের সাবেক মন্ত্রীর সারা দেশে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশনা বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের ভেতরে হামলা চীন-বাংলাদেশ বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গিকার দেশে নেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীর, পালিয়েছেন যে রাষ্ট্রে
  • শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই: শফিকুর রহমান

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১২ মার্চ ২০২৩  

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর মহিলা মাদ্রাসা-সুবিদপুর জিপিএস ওয়াপদা বেড়ী বাঁধ রোড উদ্বোধন করা হয়েছে।
১১ মার্চ শনিবার দুপুরে উদ্বোধনী উপলক্ষে সুবিদপুর ওল্ডস্কীম দাখিল মাদ্রাসা মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।

ইউপি সদস্য আব্দুর রশিদ মিজির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মুহম্মদ শফিকুর রহমান এমপি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে গ্রাম থেকে শহর প্রতিটি এলাকায় সুষম উন্নয়নের ফলে কোনো এলাকাই আজ অবহেলিত নয়। ধারাবাহিকভাবে সব কাজই সম্পন্ন হচ্ছে। আমাদের মনে রাখতে হবে, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অসামান্য নেতৃত্বের ফলেই পৃথিবীর অনেক দেশের চেয়ে আমরা বৈশ্বিক দুর্যোগের সময়েও ভালো রয়েছি।

উপজেলা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক এম আর এ শাকিল মোল্লার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান, সুবিদপুর ওল্ডস্কীম দাখিল মাদ্রাসার সুপার আক্তার হোসেন সাদেকী, সংসদ সদস্যের প্রতিনিধি জানিবুল হক জুয়েল, সুবিদপুর এলাকার কৃতি সন্তান ও দৈনিক ইলশেপাড় পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক মনির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা খালেদ খান, আ’লীগ নেতা জিএম হাছান তাবাচ্ছুম, যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন, আলাউদ্দিন ভূঁইয়া, সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট কামরুল ইসলাম রোমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম পাটওয়ারী, পৌর ছাত্রলীগের সভাপতি গাজী আলী নেওয়াজ প্রমূখ।

একইদিন উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নে মরহুম কাজী আব্দুল জলিল মাষ্টার স্মরণে ফ্রি চক্ষু ছানী অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সংসদ সদস্যের ইউনিয়ন প্রতিনিধি জানিবুল হক জুয়েল সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান, , কাজী প্রিন্টিং এন্ড এক্সেসরিজ লি: ম্যানেজিং ডিরেক্টর কাজী ফাহাদ দিপু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আলী আক্কাছ, আ’লীগ নেতা জিএম হাছান তাবাচ্ছুম, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন, আলাউদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক আল আমিন পাটওয়ারী, দক্ষিণ লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম হারুনুর রশিদ প্রমূখ।