ব্রেকিং:
শিশুকে ১০ টাকা দিয়ে ছবি তোলা প্রথম আলোর গর্হিত অপরাধ : বিজ্ঞ মহল এক বছরে বাংলাদেশী পোশাক আমদানি বেড়েছে ৫২% স্বল্পোন্নত থেকে টেকসইয়ে উত্তরণে বাংলাদেশকে সহায়তা দেবে ইইউ নির্বাচনী ট্রেনে ইসির যাত্রা খুলনা-মোংলা রেলপথ - সুবর্ণভূমির হাতছানি গ্যাস-বিদ্যুৎ বিল না দিলে সরকারি-বেসরকারি সংযোগ বিচ্ছিন্ন জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠান সরকারি হাসপাতালে চালু হলো বৈকালিক স্বাস্থ্যসেবা ভিয়েতনামের সঙ্গে আরও জোরালো সম্পর্ক চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সক্রিয় হচ্ছেন নির্বাচনী কূটনীতিতে মুখ দেখে নয় মনোনয়ন মিলবে জনপ্রিয়তায় চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা কুমিল্লায় ফেনসিডিল-গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক লক্ষ্মীপুরে ৫০ অসহায় পরিবার পেল ১০ দিনের খাদ্যসামগ্রী রোগীর শরীরে ভুল রক্ত ট্রান্সফিউশনের অভিযোগ কুমিল্লার চৌদ্দগ্রামে যত্রতত্র পশু জবাই রাষ্ট্রীয় মর্যাদায় ভিপি শাহ আলমের দাফন চাঁদপুরে জাতীয় শিক্ষাক্রমের উপর প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ শাহরাস্তিতে মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ করায় প্রতিবাদ সমাবেশ চলতি মৌসুমে চাঁদপুরে সরবরাহ বেড়েছে দক্ষিনাঞ্চলের তরমুজ
  • শনিবার   ০১ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ১৮ ১৪২৯

  • || ০৯ রমজান ১৪৪৪

ফেনীতে ফাইন আর্টস ফোরামের চিত্রকর্ম প্রদর্শনী সমাপ্ত

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

ফেনীতে ফাইন আটর্স ফোরাম আয়োজিত সপ্তাহব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী সমাপ্ত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের রাজাঝির দিঘির পাড়ে নবীনচন্দ্র সেন কালচারাল সেন্টারে প্রদর্শনীর সমাপনীতে ‘ফেনীতে চারুকলার বিকাশ ও আমাদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

ফোরামের সভাপতি কাজী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তার।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)- এর ন্যাশনাল ডেস্ক ইনচার্জ ও সাহিত্যিক তানভীর আলাদীন, ডিবিসি নিউজের ফেনী প্রতিনিধি আবু তাহের, দৈনিক ফেনী সম্পাদক আরিফ রিজভী, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনীর সাধারণ সম্পাদক সমর দেবনাথ, পুবালী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক সমরজিৎ দাশ টুটুল প্রমুখ।

ফোরামের সাধারণ সম্পাদক কিশান মোশাররফের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন সংলাপ নাট্যগোষ্ঠীর সদস্য সচিব নারায়ন নাগ, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, এটিএন নিউজের ফেনী প্রতিনিধি দিদারুল আলম, জাতীয় কবিতা পরিষদ, ফেনী’র সভাপতি কবি ইকবাল চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে ফেনীর সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্যাঙ্গনের নেতৃস্থানীয় পর্যায়ের ব্যক্তিরা অংশগ্রহন করেন।

অনুষ্ঠানে প্রদর্শনী উপলক্ষে গত শুক্রবার আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। প্রদর্শনীর শেষদিনে ভিড় জমে প্রদর্শনীস্থলে। নানা শ্রেণি পেশার মানুষ প্রদর্শনী ঘুরে দেখেন।

এরআগে, গত ২২ জানুয়ারি প্রদর্শনী উদ্বোধন করেন বরেণ্য শিল্পী আবদুল মান্নান। এতে অংশ নেন জেলার ২৩ নবীন ও প্রবীন চিত্রশিল্পী। তারা হলেন- সমর মজুমদার, কাজি গোলাম কিবরিয়া, বিপ্লব রায়, কিষান মোশারফ, মোঃ সাজ্জাদ ইসলাম, ফাহাদ হাসান কাজমী, নওশিন তারানুম, শাকিলা চয়ন, আশরাফুল হাসান, তৌহিদ শিমুল, নাহিদা শারমিন, কুদসিয়া ডালিয়া, মাজহারুল ইসলাম পাটোয়ারী, শাহনাজ আক্তার  আঁখি, শিবলী হাওলাদার, তানজিনা আক্তার, সুভাষ সুত্রধর, মুন রহমান, আশিকুর রহমান, হায়দারী আন্দালুসিয়া, সূচি ধর, পিসি রুবেল, সৌরভ শীল।

উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে বরেণ্য শিল্পী সমর মজুমদারকে ফোরামের পক্ষ থেকে কাইয়ুম চৌধুরী সম্মাননা প্রদান করা হয়। প্রদর্শনী আয়োজনে পৃষ্ঠপোষকতা করে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স।